ইনজুরিতে সালাহ, বিশ্বকাপে খেলা নিয়ে সংশয়!

, খেলা

মানসুরা চামেলী, স্টাফ করেসপন্ডেন্ট | 2023-08-26 19:00:54

ঢাকা: তাকে ঘিরেই বিশ্বকাপে স্বপ্ন বুনছিলো মিসর। ফুটবলের সবচেয়ে বড় অাসরে গোটা বিশ্ব যার পায়ের জাদু দেখতে মুখিয়ে রয়েছে তিনি হলেন লিভারপুর তারকা ২৫ বছর বয়সী মোহাম্মেদ সালাহ।

দুঃসংবাদটি হলো উয়েফা চ্যাম্পিয়নস লীগের ফাইনালে রিয়ালের বিপক্ষে খেলতে গিয়ে তিনি পড়েছেন ইনজুরিতে। কাঁধের এ ইনজুরির নিয়ে মিশরের হয়ে রাশিয়া বিশ্বকাপ খেলতে পারবেন কি-না তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

শনিবার রাতে চ্যাম্পিয়নস লীগে লিভারপুর - রিয়াল মাদ্রিদের এ ফাইনাল ম্যাচে ২৫ মিনিটে সার্জিও রামোসের ট্যাকলে চোট পান লিভারপুল ফরোয়ার্ড সালাহ। ব্যথায় কাতরাতে থাকলে মাঠেই চলে তার চিকিৎসা।

তবে দুই মিনিটের মধ্যে তাকে চোট নিয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে দেখা যায়। সালাহ মাঠ ছাড়ার পর লিভারপুরকে হারিয়ে ৩-১ গোলে টানা তিনবারের মতো চ্যাম্পিয়নস লীগ শিরোপা জিতে নেয় স্প্যানিস ক্লাবটি ।

এদিকে সালাহ ইনজুরি খবরটা শুধু লিভারপুলের জন্যই নয় মিসরের জন্যও দুঃসংবাদের। অাসন্ন রাশিয়া বিশ্বকাপে সালাহ মিসরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এজন্য তারকা এ খেলোয়াড়ের ইনজুরি দেশ ও দেশের সমর্থকের জন্য শোকের অাবহ অানবে তা বলার অপেক্ষা রাখে না।

এ সম্পর্কিত আরও খবর