ইতিহাস গড়ে চ্যাম্পিয়নস লীগ শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ

, খেলা

মানসুরা চামেলী, স্টাফ করেসপন্ডেন্ট | 2023-08-30 04:15:04

ঢাকা: টানা তৃতীয় ও ১৩তম চ্যাম্পিয়নস লীগের শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে লিভারপুরের বিপক্ষে ৩-১ ব্যবধানে ম্যাচ জিতে টানা শিরোপা ঘরে তোলার ইতিহাস গড়লো রিয়াল।

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিয়ে কয়েকদিন চলছিল তুমুল অালোচনা। সমর্থকদের ঘুম হারাম। রিয়াল মাদ্রিদকে ফেভারিট মানলেও লিভারপুরের সম্ভবনাও কম ছিলো না। তবে লিভারপুরের শিরোপা জয়ের পথে বাধা অাসে প্রথমার্ধেই।

প্রথমার্ধের ৩০ মিনিটের মাথায় সার্জিও রামোসের ট্যাকেলে ইনজুরিতে পরে লিভারপুরের তারকা খেলোয়াড় সালাহ। কাঁধের ইনজুরি নিয়ে তাকে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে দেখা যায়।

প্রথমার্ধে দু'দলে অাক্রমণত্মক ফুটবল খেলেও কেউই গোলের দেখা পায়নি। বিরতির পর ৫১ মিনিটে লিভারপুরের জালে প্রথম গোলটা করেন করিম বেনজামা। তার গোলের পরপরেই ৫৫ মিনিটে রিয়ালের জালে বল পাঠান ইস্কো। এতে সমতায় ফেরে লিভারপুল।

৬৪ মিনিটে বদলি হিসেবে মাঠে নামে গ্যারেথ বেল। বাইসাইকেল কিকের মাধ্যমে অবিশ্বাস্য গোল করে রিয়াল ২-১ এগিয়ে দেন। ৮৩ মিনিটে অারেক গোল করে রিয়ালের শিরোপা নিশ্চিত করেন গ্যারেথ বেল।

এ সম্পর্কিত আরও খবর