আঘাত নিয়েও হেডিংলি টেস্টে খেলবেন স্মিথ!

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 11:05:42

ঘাড়ে বাউন্সারের আঘাত নিয়ে লর্ডস টেস্টের শেষ দিন মাঠে নামেননি স্টিভেন স্মিথ। অবশ্য গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি স্ক্যান রিপোর্টে। তবে আঘাতের ধকল কাটিয়ে উঠতে পারেননি। তাই সতর্কতা হিসেবে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন বিশ্রামেই ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক এ অধিনায়ক।

তবে তৃতীয় টেস্টের আগেই শতভাগ ফিট হয়ে যাবেন বলেই প্রত্যাশা করছেন এ তারকা অজি ব্যাটসম্যান।

শনিবার ব্যক্তিগত ৮০ রানের স্কোরে থাকার সময় ইংলিশ পেসার জোফরা আর্চারের বাউন্সারের আঘাতে মাঠে লুটিয়ে পড়েন স্মিথ। রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন সাজঘরে।  

প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় উত্তীর্ণ হলে ফের ব্যাট হাতে মাঠে নেমে স্কোরটা টেনে নিয়ে যান ৯২ তে। তবে পঞ্চম দিনে তার বদলি হিসেবে মাঠে নামেন মারনাস লাবুশেন।

২২ আগস্ট বৃহস্পতিবার হেডিংলিতে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট শুরুর আগে ফের পরীক্ষা-নিরীক্ষা করা হবে স্মিথের।

নিজের চোট নিয়ে স্মিথ বলেন, ‘আঘাত পাওয়াটা অবশ্যই দুশ্চিন্তার বিষয়। তবে আমি শতভাগ ফিট হতে চাই। এটা মেডিকেল টিমের ওপর নির্ভর করছে। আমরা এনিয়ে কথা বলেছি।’

তবে ভক্ত সমর্থকদের আশার বাণী শুনিয়েছেন স্মিথ, ‘তৃতীয় টেস্ট শুরুর আগে আগামী কয়েকটা দিন নিবিড় পর্যবেক্ষণে থাকব। প্রত্যাশা করছি, আমি চোট কাটিয়ে উঠতে পারব। এবং আগামী টেস্টের জন্য ফিট হয়ে উঠব।’

এ সম্পর্কিত আরও খবর