ফের অভিযোগের কাঠগড়ায় উইলিয়ামসন-ধনাঞ্জয়া

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-29 06:09:17

সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছে কেন উইলিয়ামসনের বিরুদ্ধে। শুধু নিউজিল্যান্ড অধিনায়কই নন। একই অভিযোগ উঠেছে শ্রীলঙ্কার স্পিনার আকিলা ধনাঞ্জয়ার বিরুদ্ধেও। এনিয়ে দ্বিতীয় বারের মতো অভিযোগের কাঠগড়ায় উঠলেন তারা।

গলে অনুষ্ঠিত শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট শেষে উইলিয়ামসন ও ধনাঞ্জয়ার বিরুদ্ধে এ অভিযোগ তুলেছে আইসিসি।

ম্যাচ অফিসিয়্যালদের রিপোর্ট এখন দুদলের ম্যানেজমেন্টের হাতে। যেখানে প্রশ্ন তোলা হয়েছে দুজনের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে।

আগামী ১৪ দিনের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে উইলিয়ামসন ও ধনাঞ্জয়াকে। তবে পরীক্ষার ফল আসার আগ পর্যন্ত তারা আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করে যেতে পারবেন।

এর আগে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য উইলিয়ামসন ২০১৪ সালের জুলাই ও ধনাঞ্জয়া ২০১৮ সালের ডিসেম্বরে নিষিদ্ধ হয়ে ছিলেন।

২৯ বছরের উইলিয়ামসন দ্বিতীয় ইনিংসে মাত্র তিন ওভার বল করে ছিলেন। আর তাতেই ধরা খেয়ে গেলেন তিনি। প্রথম ইনিংসে ৫ উইকেট শিকারের কৃতিত্বসহ ৬ উইকেট পান ২৫ বছরের অলরাউন্ডার ধনাঞ্জয়া।

কিউইদের বিপক্ষে প্রথম টেস্ট ৬ উইকেটে জিতে দুই টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে এখন স্বাগতিক শ্রীলঙ্কা।

 

এ সম্পর্কিত আরও খবর