নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাচ্ছেন শ্রীশান্ত

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-22 19:31:40

আজীবন নিষেধাজ্ঞা শাস্তি থেকে মুক্তি পেতে যাচ্ছেন শান্তাকুমারন শ্রীশান্ত। ফিরতে যাচ্ছেন ক্রিকেট মাঠে। ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর নিষেধাজ্ঞার খড়গ উঠে যাবে এ ভারতীয় পেসারের ওপর থেকে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ন্যায়পাল ডি.কে. জৈনের এক আদেশে শাস্তি থেকে মুক্ত হচ্ছেন এস শ্রীশান্ত।

ক্রিকেট ক্যারিয়ারের বসন্তকাল অতিক্রম করে এসেছেন শ্রীশান্ত। ক্রিকেটাঙ্গনে দর্শক হয়ে আছেন ছয় বছর ধরে।

৩৬ বছরের শ্রীশান্ত স্পট ফিক্সিংয়ের অপরাধে নিষিদ্ধ হন ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর। একই বছর আইপিএলে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে নিষিদ্ধ হন তার রাজস্থান রয়্যালস সতীর্থ অজিত চান্ডিলা ও অঙ্কিত চাভান।

২০১৯ সালের ১৫ মার্চ বিবিসিআই ডিসিপ্লিনারি কমিটির রায় প্রত্যাখ্যান করেন সুপ্রিম কোর্ট। এপ্রিলে তিন মাসের মধ্যে শ্রীশান্তের শাস্তির বিষয় ন্যায়পাল ডি.কে. জৈনকে পুনর্বিবেচনা করার আদেশ দেন দেশটির সর্বোচ্চ আদালত। তার প্রেক্ষিতেই তার আজীবন নিষেধাজ্ঞা শাস্তি কমিয়ে সাত বছরে নিয়ে আসলেন জৈন। আগামী বছর তার শাস্তির সাতবছর পূর্ণ হবে।

অভিযোগ উঠে ছিল ১৪ রান দিয়ে ১ লাখ রূপী নেন ২৭ টেস্ট, ৫৩ ওয়ানডে ও ১০ টি-টুয়েন্টিতে ১৬৯ উইকেট শিকার করা শ্রীশান্ত। তবে বরাবরের মতো এখনো নিজেকে নির্দোষ দাবী করে যাচ্ছেন এ বোলার।

 

 

এ সম্পর্কিত আরও খবর