ক্রিকেটারদের আস্থা অর্জন করাটা গুরুত্বপূর্ণ-বলছেন নতুন কোচ

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 02:16:39

প্রশ্নটা অনেকবার শুনতে হলে বাংলাদেশের নতুন ক্রিকেট কোচ রাসেল ডমিঙ্গোকে- ক্রিকেটকে ঘিরে বাংলাদেশের প্রত্যাশার চাপ অনেক। কোটি কোটি দর্শক মুখিয়ে থাকেন দলের সাফল্যের আশায়। ফল ভালো না হলে গ্যালারিতে এই হাততালি দেয়া দর্শকরাই বিরুদ্ধ পক্ষ হয়ে উঠে। এমন পরিস্থিতি সামাল দেয়াও তখন বেশ কঠিন।

মিরপুরে হোম অব ক্রিকেটে বুধবার, ২১ আগস্ট প্রথম সংবাদ সম্মেলনে ধেঁয়ে আসা এমন প্রশ্ন বেশ কায়দা করেই সামাল দিলেন রাসেল ডমিঙ্গো-‘দল হারলে তাতে যে কোনো দলের সমর্থকরাই হতাশ হয়। চেষ্টা করতে হবে যাতে দলের মধ্যে যেন সেই শব্দাবলি বেশি শোনা না যায়। দল যেন পরের ম্যাচের দিকে নিজেদের নজর এবং মনোযোগ রাখতে পারে সেই চেষ্টাই করতে হবে। কে কি বললো আর লিখলো তাতে যেন দলের মনোযোগ বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’

দলের খেলোয়াড়দের সঙ্গে কোচের আস্থার সম্পর্ক তৈরি করা অনেক বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাসেল জানান-‘এখানে এখন আমার তাৎক্ষনিক লক্ষ্যটা হবে খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ তৈরি করা। সামনের এক বা দু’সপ্তাহের মধ্যে সেই সম্পর্ক তৈরি করবো। খেলোয়াড়দের বিশ্বাস এবং আস্থায় রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্স এবং দক্ষতা বাকি সব ফরমেটের চেয়ে বেশি। টেস্ট ক্রিকেটেই মুলত সবচেয়ে বেশি পিছিয়ে বাংলাদেশ। এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য নতুন কোচ বলছিলেন-‘শেষ বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলেছে কবে? আট মাস আগে। এত লম্বা সময়ের ব্যবধানে টেস্ট ম্যাচ খেললে উন্নতি করাটা তো অবশ্যই কঠিন ব্যাপার। টেস্ট চ্যাম্পিয়নশিপ এখন আমাদের নতুন করে টেস্ট ক্রিকেট নিয়ে চিন্তা ভাবনার সুযোগ করে দিয়েছে। এখন টেস্ট সিরিজের সংখ্যা বাড়বে। লাল বলের ক্রিকেটে আমাদের ফোকাসও বাড়বে। নিয়মিতভাবে টেস্ট ক্রিকেট খেলতে পারাটা হবে বাংলাদেশের জন্য অনেক বড় একটা সুযোগ। এই ফরমেটের ক্রিকেটে ভালো ফল করতে হলে বেশি ম্যাচ খেলতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর