কোচের সঙ্গে নির্বাচকও হচ্ছেন মিসবাহ!

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 19:33:35

অনুশীলন ক্যাম্প নিয়ে ব্যস্ত পাকিস্তান ক্রিকেট দল। লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে এখন চলছে ১৭ দিনের জাতীয় ক্যাম্প। অবশ্য কোচ ছাড়াই চলছে এই আয়োজন। মিকি আর্থারের বিদায়ের পর এখনো হেড কোচ পায়নি পাকিস্তান। তবে ক্যাম্পে সরফরাজ আহমেদদের তত্ত্বাবধায়ক হিসেবে আছেন সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক।

অনেকটা কোচের ভূমিকাতেই আছেন তিনি। ঠিক এমন সময় গুঞ্জন-হেড কোচ হতে যাচ্ছেন মিসবাহ। তাকে নিয়ে আগ্রহী পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ককেই জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব দিতে চায় তারা। সব মিলিয়ে প্রধান কোচের পাশাপাশি প্রধান নির্বাচকও করতে চায় পিসিবি।

যদিও মিসবাহ দায়িত্ব নেবেন কীনা তা নিয়েও আছে সংশয়। লাহোরে জাতীয় ক্যাম্পের তত্ত্বাবধায়ক হতেও শুরুতে রাজি ছিলেন না তিনি। তবে এখন দায়িত্বটা নিয়ে বেশ সিরিয়াস মিসবাহ। চোট লুকিয়ে বিদেশী ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা ক্রিকেটারদের একহাত নেবেন। বিশেষ করে ফকর জামান আর বাবর আজমের মত ক্রিকেটাররা ফিটনেস সমস্যায় জর্জরিত। তাদের দেশের বাইরে খেলার ছাড়পত্র দেওয়ায় ক্ষুব্ধ মিসবাহ।

সাবেক অধিনায়কের এমন কড়া মনোভাব পছন্দ হয়েছে পিসিবির। এ কারণেই কোচের পদেও এখন তাকে বসাতে চাইছে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। এখন অবশ্য কোচ নির্বাচনের পথেই আছে পিসিবি। ২৩ আগস্ট কোচের পদে আবেদনের শেষ দিন!

এ সম্পর্কিত আরও খবর