দ্বিতীয় ম্যাচেই আটকে গেল রিয়াল

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 17:41:20

জয়ের ছন্দটা ধরে রাখা হয়নি। আগের ম্যাচেই সেল্টা ভিগোর বিপক্ষে জয়ে উড়ন্ত সূচনা হয়েছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু স্প্যানিশ লা লিগায় নিজের দ্বিতীয় ম্যাচেই মুদ্রার অন্য পিঠটাও দেখল ফেভারিটরা। সান্টিয়াগো বার্নাব্যুতেই রিয়ালকে আটকে দিয়েছে রিয়াল ভাইয়োলিদ।

নিজেদের মাঠে নতুন মৌসুমের প্রথম ম্যাচ ১-১ গোলে ড্র করেছে জিনেদিন জিদানের দল। করিম বেনজেমা এগিয়ে দিয়েছিলেন দলকে। কিন্তু প্রতিপক্ষের সার্গি গুয়ার্দিওলার গোলে সর্বনাশ!

তবে ম্যাচের পুরোটা জুড়েই দুর্দান্ত ফুটবল খেলেছে রিয়াল। এমন কী ভাগ্য সঙ্গে থাকলে গ্যারেথ বেলের গোলে ১২তম মিনিটে এগিয়ে যেতে পারতো তারা। কিন্তু নিশানা খুঁজে নেয়নি তার দুর্দান্ত গতির শট থেকে উড়ে যাওয়া বল।

একইভাবে ১৭তম মিনিটে হতাশ করেন করিম বেনজেমা। ৬৯তম মিনিটে ইসকোর জায়গায় মাঠে নামা লুকা ইয়োভিচের হেড ফিরে ক্রসবারে লেগে ফিরে আসলে ফের হতাশ হয় স্বাগতিকরা। এরইমধ্যে ৮২ মিনিটে গোল পেয়ে যায় রিয়াল।

বেনজেমা তুলে নেন তার লা লিগায় দেড়শতম গোলটি। আনন্দে ভাসে রিয়াল মাদ্রিদ সমর্থকরা। কিন্তু ৮৮তম মিনিটে গুয়ার্দিওলা গোলে ম্লান সেই উল্লাস। ১-১ সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

এ সম্পর্কিত আরও খবর