জয়োৎসবে শুরু বার্তার ফুটবল মিশন

ফুটবল, খেলা

আপন তারিক, স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-18 19:33:06

খেলা শুরু সাড়ে দশটায়! কিন্তু পল্টনের জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বার্তাটোয়েন্টিফোরের রিপোর্টার, নিউজরুম এডিটর, ফটো সাংবাদিক, ক্যামেরা পার্সনরা হাজির সকাল সাড়ে সাতটায়! টিম ম্যানেজার মবিনুল ইসলাম বাসা থেকে নিয়ে আসেন গরম গরম চালের রুটি। আর স্পেশাল করেসপন্ডেন্ট খুররম জামান আনেন বুটের ডাল দিয়ে রান্না করা মাংস! ব্যস, মাঠে নামার আগেই উৎসব আমেজ!

নাস্তা শেষেই মরণচাঁদের মিষ্টি আর কোমল পানীয়তে গলা ভিজিয়ে মাঠে নেমে পড়ে বার্তাটোয়েন্টিফোর.কম-এর ফুটবল টিম। ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্টের ম্যাচে প্রতিপক্ষ দৈনিক ইত্তেফাক।



স্পেশাল করেসপন্ডেন্ট সেরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে ডিআরইউ মিডিয়া ফুটবলে রোববার অভিষেক হলো দেশের প্রথম মাল্টিমিডিয়া অনলাইন নিউজপোর্টাল বার্তাটোয়েন্টিফোর.কমের। জার্সি পরে ৯ ফুটবলার মাঠে নামতেই জানা গেল প্রতিপক্ষ দৈনিক ইত্তেফাকের রিপোর্টাররা তখনো হাজির হয়নি। খেলা শুরুর নির্ধারিত সময় পেরিয়ে গেলে ফের রেফারি নিলেন বাড়তি ৫ মিনিট।

অপেক্ষা যদি প্রতিপক্ষ দল আসে! তারপরও দেখা নেই দৈনিক ইত্তেফাকের। শেষ পর্যন্ত ওয়াকওভার পেয়ে টুর্নামেন্টের পরের ধাপে এগিয়ে গেল বার্তা!



অন্য অনেক মিডিয়া হাউজগুলো খেলোয়াড় সঙ্কটে থাকলেও বার্তার রিজার্ভ বেঞ্চও শক্তিশালী। শেষ পর্যন্ত নিজেরাই দুই ভাগে ভাগ হয়ে গা গরমের ম্যাচটাও খেলে নেয়!

ঢাকার রিপোর্টারদের শীর্ষ সংগঠনের এই টুর্নামেন্টে এবার বার্তার প্রতিপক্ষ জিটিভি। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ আগস্ট!



মাংস-পরোটায় শুরু হয়েছিল শেষ হলো ডাবের ঠান্ডা পানিতে গলা ভিজিয়ে। পরের ম্যাচে জয়ের প্রত্যয় নিয়েই মাঠ ছাড়লেন বার্তাটোয়েন্টিফোর.কম-এর ফুটবলাররা!

বার্তা ফুটবল দল-
সেরাজুল ইসলাম সিরাজ (অধিনায়ক), মাজেদুল নয়ন, শাহজাহান মোল্লা, খুররম জামান, আপন তারিক, শেখ নাসির, মাহফুজুল ইসলাম, ইসমাইল হোসেন রাসেল, ইশতিয়াক হোসেন ও মবিনুল ইসলাম (ম্যানেজার)।

এ সম্পর্কিত আরও খবর