উইন্ডিজকে উড়িয়ে ভারতের রেকর্ড জয়

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 23:19:37

দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ। স্রেফে উড়ে গেছে। অ্যান্টিগা টেস্ট ভারত জিতেছে রেকর্ড ৩১৮ রানে। বিদেশির মাটিতে রানের হিসেবে এটাই ভারতের সবচেয়ে বড় জয়। ম্যাচ জেতার জন্য ওয়েস্ট ইন্ডিজের সামনে ৪১৯ রানের বিশাল টার্গেট দাড় করায় ভারত। উইন্ডিজ গুটিয়ে যায় মাত্র ১০০ রানে। তাও আবার মাত্র ২৬.৫ ওভারে। সবমিলিয়ে এক সেশন টিকলো মাত্র ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

জাপপ্রিত বুমবার এক স্পেলেই তছনছ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। ৮ ওভারে মাত্র ৭ রান খরচায় তুলে নেন বুমরা ৫ উইকেট। ঈশান্ত শর্মার শিকার তিন উইকেট। মোহাম্মদ সামি পান ২ উইকেট। তিন পেসার মিলেই ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ করে দেন মাত্র ১০০ রানে।

দুই টেস্ট ম্যাচের সিরিজে ভারত এগিয়ে গেলো ১-০ তে। দাপুটে ভঙ্গিতে এই ম্যাচ জিতে ভারত পুরো ৬০ পয়েন্ট পেলো। টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের যাত্রাটাও হলো বেশ রাজকীয় ভঙ্গিতেই।

দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিংয়ে নায়ক অজিঙ্কা রাহানে। ১০২ রানের ইনিংস খেলেন তিনি। প্রথম ইনিংসেও ৮১ রান করা রাহানে ছিলেন দলের টপ স্কোরার। বিরাট কোহলি চতুর্থদিনের সকালের সেশনেই ফিরলেন তার আগের দিনের ৫১ রানের স্কোরে। রাহানের সঙ্গে হনুমা বিহারির জুটিটা জমলো বেশ। ক্যারিয়ারের পঞ্চম টেস্টে সেঞ্চুরির স্বপ্ন দেখছিলেন বিহারি। কিন্তু পারলেন না মাত্র ৭ রানের জন্য। ৯৩ রানে জ্যাসন হোল্ডারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। দিনের দ্বিতীয় সেশনের শেষভাগে ভারত ৭ উইকেটে ৩৪৩ রান তুলে ইনিংস ঘোষণা করে।

ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজের সামনে টার্গেট দাঁড়ায় ৪১৯ রানের। হাতে সময় প্রায় চার সেশনেরও কিছুটা বেশি। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই যে মুখ থুবড়ে পড়ে, আর উঠে দাড়াতে পারেনি।

শুরুর ৭.৩ ওভারে মাত্র ১৫ রানে ৫ উইকেট হারিয়ে বসে তারা! তারপর চা বিরতি যায়। চতুর্থদিনের শেষ সেশনে ২০ ওভারের মধ্যেই গুটিয়ে যায় তাদের বাকি ইনিংস।

মাত্র ক্যারিয়ারের ১১ নম্বর টেস্ট ম্যাচ খেলতে নেমে জাসপ্রিত বুমরা এশিয়ার প্রথম বোলার হিসেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইনিংসে পাঁচ বা তারচেয়ে বেশি উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন।

সংক্ষিপ্ত স্কোর: ভারত ১ম ইনিং: ২৯৭/১০ (৯৬.৪ ওভারে, রাহুল ৪৪, আগরওয়াল ৫, পুজারা ২, কোহলি ৯, রাহানে ৮১, বিহারি ৩২, পান্থ ২৪, জাদেজা ৫৮, রোচ ৪/৬৬, গ্যাব্রিয়েল ৩/৭১, চেজ ২/৫৮)। ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনি: ২২২/১০ (৭৪.২ ওভারে, ব্রাভো ১৮, চেজ ৪৮, হোপ ২৪, হেটমায়ার ৩৫, হোল্ডার ৩৯, ঈশান্ত ৫/৪৩)। ভারত দ্বিতীয় ইনিংস: ৩৪৩/৭ (১২২. ওভারে, রাহুল ৩৮, আগারওয়াল ১৬, পুজারা ২৫, কোহলি ৫১, রাহানে ১০২, হনুমা বিহারি ৯৩, রোচ ১/২৯, চেজ ৪/১৩২)। ওয়েস্ট ইন্ডিজ: ১০০/১০ (২৬.৫ ওভারে, রোচ ৩৮, কামিন্স ১৯, বুমরা ৫/৭, ঈশান্ত ৩/৩১, সামি ২/১৩)।
ফল: ভারত ৩১৮ রানে জয়ী। ম্যাচ সেরা: অজিঙ্কা রাহানে।

এ সম্পর্কিত আরও খবর