ওজনিয়াকি, হ্যালেপের জয়ের সঙ্গী নাদাল

টেনিস, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-22 12:29:39

ইউএস ওপেনের প্রথম রাউন্ডের বাধা পেরিয়ে গেছেন ক্যারোলিন ওজনিয়াকি ও সিমোনা হ্যালেপ। জিতেছেন বর্তমান চ্যাম্পিয়ন নাওমি ওসাকাও। তবে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম আসরের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন বেলারুশ মেগাস্টার ভিক্টোরিয়া আজারেঙ্কা।

ডেনিশ সুন্দরী ওজনিয়াকি ১-৬, ৭-৫ ও ৬-৩ গেমে ধরাশায়ী করেন চীনা প্রতিপক্ষ ওয়াং ইয়াফানকে। রোমানিয়ান তারকা হ্যালেপ ৬-৩, ৩-৬ ও ৬-২ গেমে হারান যুক্তরাষ্ট্রের নিকোল গিবসকে।

জাপানি তারকা ওসাকা ৬-৪, ৬-৭ (৫-৭) ও ৬-২ গেমে হারিয়েছেন রুশ প্রতিপক্ষ আনা ব্লিনকোভাকে।

আর ছেলেদের এককে শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচে আধিপত্য বজায় রেখে খেলেছেন রাফায়েল নাদাল। প্রতিপক্ষকে প্রতিদ্বন্দ্বিতা গড়ার কোনো সুযোগই দেননি। প্রথম রাউন্ডের লড়াইয়ে ক্লে-কোর্টের রাজা এ স্প্যানিশ সুপারস্টার ৬-৩, ৬-২ ও ৬-২ গেমে উড়িয়ে দেন জন মিলম্যানকে।

গত বছর সুইস মহাতারকা রজার ফেদেরারকে যেভাবে হারিয়ে ছিলেন মিলম্যান। অস্ট্রেলিয়ান এ খেলোয়াড়ের মাঝে এবার সেই দাপুটে পারফরম্যান্সের ছিটেফোঁটাও দেখা গেল না।

১৮ গ্র্যান্ড স্ল্যামের মালিক ৩৩ বছরের নাদাল দ্বিতীয় রাউন্ডে লড়বেন মিলম্যানের স্বদেশী থানাসি কোকিনাকিসের বিপক্ষে।

 

এ সম্পর্কিত আরও খবর