স্পিন, ব্যাটিং, পেস-তিন উইকেটই তৈরি করছে বাংলাদেশ!

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 04:17:05

খুলনায় ইমার্জিং দলের খেলা দেখতে গিয়েছিলেন নির্বাচক হাবিবুল বাশার। চারদিনের ম্যাচের দ্বিতীয়দিনের খেলা দেখেই ঢাকায় চলে এসেছেন তিনি। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে বিসিবি ক্রিকেট একাডেমির মাঠেও এসে হাজির।
 
-হঠাৎ খুলনা থেকে ঢাকায়?

-জরুরি তলব, ভাই!

জানা গেলো আফগানিস্তান সিরিজের টেস্ট দলের নাম ঘোষণা করা হবে শুক্রবার, ৩০ আগস্ট। যেজন্যই জরুরি ভিত্তিতে নির্বাচক বৈঠকে অংশ নিতে হাবিবুল খুলনার ইমার্জিং দলের ম্যাচ ছেড়ে ঢাকায়। মিরপুরে কন্ডিশনিং ক্যাম্পে অংশ নেয়া ক্রিকেটারদের দু’ভাগ করে শুক্রবার দুদিনের একটি প্রস্তুতি ম্যাচের আয়োজনও করা হয়েছে। এরই মধ্যে দল ঘোষণাও করা হবে।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজে বাংলাদেশ দলে বড় ধরনের বৈপ্লবিক কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। অভিজ্ঞদের নিয়েই এই সিরিজের জন্য দল সাজাচ্ছেন নির্বাচকরা। আফগানিস্তান টেস্ট ক্রিকেটে নতুন। কিন্তু এই দলটি আরো অনেক ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। ভালো একটা টক্কর দেয়ার জন্য বেশ আটঘাট নিয়েই বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান।



তাই কোনো পরীক্ষা নিরীক্ষায় যেতে রাজি নন নির্বাচকরা। প্রুভেন পারফর্মার এবং অভিজ্ঞদেরই রাখা হচ্ছে সিরিজের একমাত্র টেস্ট সিরিজে। তবে সমস্যা হলো আফগানিস্তানের বিপক্ষে জেতার জন্য বাংলাদেশ ঠিক কোন পরিকল্পনার পথে সামনে বাড়ছে, সেটাই এখন পর্যন্ত স্থির করতে পারেনি টিম ম্যানেজমেন্ট।
অর্থাৎ আফগানিস্তানের কেমন উইকেটে স্বাগত জানাবে বাংলাদেশ- সেটা এখনো ‘ফাইনাল’ নয়! দিন কয়েক আগে বিসিবির টিম অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছিলেন-‘চট্টগ্রামে পেস সহায়ক উইকেটই তৈরি হচ্ছে।’

আর বৃহস্পতিবার বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের একাধিক সূত্র জানিয়েছে-চট্টগ্রাম টেস্ট পেস উইকেটই হবে, এমন কিছু এখনো স্থির হয়নি। আর তাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্পিন- পেস এবং ব্যাটিং সহায়ক-তিন ধরনের উইকেটই তৈরি রাখা হয়েছে! হোম ভেন্যুর সুবিধা নিতে বাংলাদেশ যে পরিকল্পনা করবে, সেই উইকেটেই খেলা হবে।

এক ম্যাচের এই টেস্ট সিরিজকে নিয়ে নির্বাচক হাবিবুল বাশার সুমন বলছিলেন-‘আফগানিস্তান এই সিরিজের জন্য বেশ ভালো প্রস্তুতি নিয়েছে। আবুধাবিতে তারা অনুশীলন ক্যাম্প করেছে। বাংলাদেশের গরমের সঙ্গে মানিয়ে নিতে যাতে সমস্যায় পড়তে না হয়- সেটা আবুধাবিতে তারা অভ্যস্ত হয়ে আসছে। আফগানিস্তানের এই দলের বোলিংটা বেশ ভালো। পেসার শাপুর জাদরান অভিজ্ঞ বোলার। অধিনায়ক রশিদ খান ম্যাচ উইনার। আরেক লেগ স্পিনার আছে তাদের কায়েস আহমেদ। আফগানদের সুবিধা হলো তাদের দলে উইকেট শিকারি বোলার আছে বেশ। যেক্ষেত্রে বাংলাদেশ কিছুটা পিছিয়ে।’



চট্টগ্রাম টেস্টের জন্য স্পিন উইকেট তৈরি করলে রশিদ খান আছেন। মোহাম্মদ নবীও ভালো অফস্পিনার। এই দলটির সঙ্গে এবার বাড়তি যোগ হয়েছেন আরেক লেগস্পিনার কায়েস আহমেদ। আর জেনুইন লেগস্পিনের বিপক্ষে বাংলাদেশের দুর্বলতা চিরকালীন।

তাই স্পিন উইকেট বানানোর পরিকল্পনার বাদ।

পেস উইকেট তৈরিতেও আবার সমস্যা। জোরে বোলার বাংলাদেশ দলের কই? প্রতিপক্ষ ব্যাটসম্যানের ওপর প্রভাব ছড়াতে পারে এমন পেসারই যে নেই বাংলাদেশ দলে! উল্টো পেস বোলিংয়ের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতা চিরচেনা।

তাহলে বাকি রইলো ব্যাটিং উইকেট। এমন উইকেটে আবার ম্যাচ জেতার সম্ভাবনা কোথায়? তাছাড়া ব্যাটিং উইকেটে টসও যে বড় একটা ফ্যাক্টর। টসে জিতে আফগানিস্তান এমন উইকেটে বড় সংগ্রহ দাঁড় করালে বিপদ যে আসন্ন!

সমস্যা হলো প্রতিপক্ষের দুর্বলতা খুঁজতে গিয়ে বাংলাদেশের নিজেদের দুর্বলতার ফোকর যে বেশি বেরিয়ে পড়ছে!

এ সম্পর্কিত আরও খবর