ভারতের কাছেও হার, হতাশা নিয়ে বিদায় বাংলাদেশের

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 14:50:28

টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন তারাই। অথচ এবার ফাইনালের দেখাই মিলল না। নেপালের পর ভারতের কাছেও হেরে ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ দল।

বৃহস্পতিবার ভারতের কল্যাণী স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে স্বাগতিকরা ৪-০ গোলে হারায় বাংলাদেশকে। হ্যাটট্রিক করেন ভারতের হিমাংশু জং। এই হারে তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা।

অথচ দারুণ দাপটের সঙ্গে টুর্নামেন্টের শুরুটা হয়েছিল বাংলাদেশের। ভুটানকে ৫-২ গোলে উড়িয়ে শিরোপা ধরে রাখার মিশনের সূচনা। এরপর দ্বিতীয় ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। প্রথম দুই ম্যাচে ১২ গোল দেওয়া দলটিই কীনা পরের দুই ম্যাচে ৮ গোল হজম করেছে! সব মিলিয়ে ১৩ গোল দিয়ে ১১ গোল খেয়েছে তারা।

বাংলাদেশের স্বপ্নভঙ্গের দিনে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। শনিবার ফাইনালে নেপালের মুখোমুখি হবে স্বাগতিক দল।

ভারতের বিপক্ষে শুরুতে অবশ্য বেশ দাপট নিয়েই খেলেছে বাংলাদেশ দল। কিন্তু ২৯তম মিনিটে এসে ছন্দপতন! পিছিয়ে দল। এরপর ৭৪ ও ৭৯তম মিনিটে আরও দুই গোল তুলে নেয় ভারতের কিশোররা। ৮৯তম মিনিটে আরেকটি গোল হজম করে সফরকারীরা।

কিশোরদের সাফ ফুটবলে চার ম্যাচে দুই জয় ও দুই হারে টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশ।

এ সম্পর্কিত আরও খবর