অঘটনে হ্যালেপের বিদায়

টেনিস, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 22:28:36

অঘটনের শিকার হয়েছেন সিমোনা হ্যালেপ। অনাকাঙ্ক্ষিত হারে দ্বিতীয় রাউন্ডেই শেষ হল এ রোমানিয়ান তারকার ইউএস ওপেন মিশন। ভক্তদের হতাশ করে হ্যালেপ বিদায় নিলেন বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম আসর থেকে। তবে জয় তুলে নিয়েছেন ক্যারোলিন ওজনিয়াকি। আর ওয়াকওভার পেয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছেন রাফায়েল নাদাল।

হ্যালেপ প্রথম সেট ৬-৪ ব্যবধানে জিতলেও পরের দুই সেটে পেরে উঠেননি। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ১১৬তম অবাছাই মার্কিন প্রতিপক্ষ টেলর টাউনসেন্ডের কাছে চতুর্থ বাছাই হ্যালেপ ধরাশায়ী হন ৩-৬ ও ৬-৭ (৪-৭) গেমে।

ডেনিশ সুন্দরী ওজনিয়াকি ৪-৬, ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়ে দেন যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল রোজ কলিন্সকে। তবে জার্মানির আন্দ্রেয়া পেটকোভিচের কাছে সরাসরি সেটে ৬-৪ ও ৬-৪ গেমে হেরে বিদায় নেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা।

ইনজুরির কারণে থানাসি কোকিনাকিস কোর্টেই নামেনি। ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে নিজের নাম প্রত্যাহার করে নেন এ অস্ট্রেলিয়ান খেলোয়াড়। সুবাদে ওয়াকওভার পেয়ে যান স্প্যানিশ সুপারস্টার রাফায়েল নাদাল। তাই না খেলেই তৃতীয় রাউন্ডের টিকিট পেয়ে যান ১৮ গ্র্যান্ড স্ল্যামের এ মালিক।

এ সম্পর্কিত আরও খবর