খুলনায় ম্যাচ ড্র, নাঈমের ৭ উইকেট

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-23 18:37:38

খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশ ইমার্জিং ও শ্রীলঙ্কার ইমার্জিং দলের চারদিনের ম্যাচ ড্র হয়েছে। ড্র হওয়া এই ম্যাচে অবশ্য ব্যাটে-বলে শ্রীলঙ্কার তুলনায় বাংলাদেশই বেশি দাপট দেখিয়েছে।

শ্রীলঙ্কা ইমার্জিং দল প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৪৪ রানে। দলের হয়ে একমাত্র হাফসেঞ্চুরি পান আসেন বান্দারা। ২৫৬ বল খেলে ৮৫ রান করেন তিনি। দলের শেষ ব্যাটসম্যান হিসেবে শফিকুল ইসলামের বলে বান্দারা আউট হন।

আগের দিনের সঞ্চয়ের সঙ্গে আর মাত্র ৫৪ রান যোগ করে শ্রীলঙ্কা। শুক্রবার চতুর্থদিন সকালে শ্রীলঙ্কা ইমার্জিং দলের ইনিংস টিকে মাত্র ১৬ ওভার। দ্বিতীয়দিন চার উইকেট পাওয়া স্পিনার নাঈম হাসান ম্যাচের শেষদিন আরও তিন উইকেট শিকার করেন। ৪০ ওভারে ১৪ মেডেনসহ ৯৩ রানে ৭ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার নাঈম হাসান। প্রথম ইনিংসে বাংলাদেশ ১১৬ রানে এগিয়ে থাকে।



বিশাল লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ ইমার্জিং দলের এই দফায়ও ওপেনিং জুটি সফল হয়নি। দলীয় ২১ রানে ওপেনিং জুটি ভাঙ্গে। মোহাম্মদ নাঈম ফিরলেন মাত্র ৮ রান করে। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এদিন ব্যাট হাতে একটু ওয়ানডে স্টাইলে খেলেন। ৩৮ বলে তার ২৫ রানের ইনিংসে দুটি বাউন্ডারি ও দুটি ছক্কা। মিডলঅর্ডারে আরেকদফা ব্যর্থ হলেন ইয়াসির আলী। ওপেনার সাঈফ হাসান ৪০ ও উইকেটকিপার কাম ব্যাটসম্যান জাকির হাসান ২৫ রানে অপরাজিত থাকেন।

৪৩ ওভারে বাংলাদেশ ইমার্জিং দল ৪ উইকেটে ১০২ রান করার পর উভয় দলের অধিনায়ক সম্মত হন যে এই ম্যাচের বাকিটা সময় জয়-পরাজয়ের ফল হওয়ার কোনো সম্ভাবনা নেই।

তাই ড্র মেনে নিয়ে হাত মেলান উভয় দলের অধিনায়ক।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ইমার্জিং দল ১ম ইনিং: ৩৬০/১০ (১৩৫.৪ ওভারে, সাঈফ হাসান ১৮, নাঈম ৯, নাজমুল হোসেন শান্ত ১৩৩, ইয়াসির আলী ৪, আফিফ ৫৪, জাকির হাসান ৪৯, নাঈম ইসলাম ৩৬, ইয়েসিন আরাফাত ১২, তানভীর ১৬, অতিরিক্ত ২৪, পেরেইরা ২/৬২, ফার্নান্দো ২/৭৪, মেন্ডিস ৪/৭৩)।
শ্রীলঙ্কা ইমার্জিং দল ১ম ইনি: ২৪৪/১০ (১০৩ ওভারে, নিসাঙ্কা ১৬, আসালঙ্কা ১৮, মাধুওয়ান্থা ৪০, বান্দারা ৮৫*, মেন্ডিস ১৮, নাঈম ইসলাম ৭/৯৩, শফিকুল ২/৫৯)। বাংলাদেশ ইমার্জিং দল ২য় ইনি: ১০২/৪ (৪৩ ওভারে, সাঈফ হাসান ৪০, নাজমুল হাসান ২৫, জাকির ২৫, পেইরিস ৩/৪৩)।
 
ফল: ম্যাচ ড্র। ম্যাচ সেরা: নাজমুল হোসেন শান্ত।

এ সম্পর্কিত আরও খবর