বর্ণবাদের শিকার জয়ের নায়ক লুকাকু

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 08:59:24

রোমেলু লুকাকু পেনাল্টি মিস করলে ম্যাচ থেকে যেত অমীমাংসিত। ক্যালিয়ারির মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়েই ফিরতে হতো ইন্টার মিলানকে। ম্যাচের ২৭তম মিনিটে লাউতারো মার্তিনেজ লিড এনে দেন ইন্টার মিলানকে। ৫০তম মিনিটে গোলটি শোধ করেন গেরালদিনো দোস সান্তোস গ্যালভাও।

কিন্তু ৭২তম মিনিটে লুকাকুর পেনাল্টি গোলই সফরকারী ইতালিয়ান জায়ান্টকে জয় এনে দিয়েছে। সেরি এ ম্যাচে জয়ের ব্যবধান ২-১ গোলের। কিন্তু হারের তেতো স্বাদ হজম করতে পারেনি স্বাগতিক সমর্থকরা।

ক্যালিয়ারির হতাশ ভক্তরা ইন্টার মিলানের জয়ের নায়ক বেলজিয়ান স্ট্রাইকার লুকাকুকে দুয়ো দিতে শুরু করে। কিন্তু দর্শকদের কাণ্ড এক পর্যায়ে সীমা ছাড়িয়ে যায়। বর্ণবাদের শিকার হন লুকাকু।

২৬ বছরের ফরওয়ার্ড লুকাকু গোল করেই ঠায় দাঁড়িয়ে যান। অবাক হয়ে তাকিয়ে থাকেন দর্শকদের দিকে। ঠিক গ্যালারির যেখান থেকে বানরের শব্দ ভেসে আসছিল!

ক্যালিয়ারির সমর্থক গোষ্ঠীর কাছ থেকে বর্ণবাদের শিকার হওয়া সবশেষ কৃষ্ণাঙ্গ ফুটবলার লুকাকু। এখন এ ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী উঠেছে ইউরোপজুড়ে। শুরু হয়েছে সমালোচনা।

ইউরোপিয়ান ফুটবলের বৈষম্য বিরোধী সংস্থা ফেয়ার জানিয়েছে, ‘ক্যালিয়ারির এ ইতিহাস পুরনো।’

ইন্টার ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ার ম্যাচ শেষে জানান, ‘ফুটবলে অবশ্যই বর্ণবাদের কোনো জায়গা হতে পারে না।’

ইন্টার কোচ অ্যান্তোনিও কন্তে বলেন, ‘আমি সত্যিই বেঞ্চ থেকে তেমন কিছু শুনিনি। তবে এটা সত্য যে ইতালিতে অধিকাংশ ক্ষেত্রে আরো শিক্ষার দরকার রয়েছে।’

৭৪ মিলিয়ন পাউন্ডে লুকাকু ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চলতি গ্রীষ্মে যোগ দেন ইন্টার মিলানে।

ক্যালিয়ারির সমর্থকরা এর আগেও এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়েছে। কিন্তু কোনো শাস্তি পায়নি। সেরি এ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। শুধু সমালোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকছে তাদের কার্যক্রম।

২০১৭ পেসকারা মিডফিল্ডার সুলি মুনতারি ক্যালিয়ারি ভক্তদের বর্ণবাদী আচরণের শিকার হয়ে মাঠ ছেড়ে গিয়েছিলেন। প্রতিবাদের কারণে উল্টো তিনি নিষিদ্ধ হয়েছিলেন।

ক্যালিয়ারির ভক্তদের এ ঘটনা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোববার রাতের এ ঘটনা নিয়ে ক্লাবটি অবশ্য এখনো কিছু জানায়নি।

 

এ সম্পর্কিত আরও খবর