হার দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু জার্মানির

, খেলা

স্পোর্টস ডেস্ক | 2023-08-27 11:00:50

ঢাকা: হার দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির। অস্ট্রিয়ার সঙ্গে শনিবারের প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরে যায় জার্মানি।

শনিবার রাত ১২ টায় বৃষ্টিবিঘ্নিত জার্মানি -অস্ট্রিয়ার ম্যাচটা শুরু হয়। তবে প্রথমার্ধের মাত্র ১১ মিনিটে মেসুত ওজিলের গোলে এগিয়ে যায় চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের শুরু থেকে কঠিন প্রতিরোধ গড়ে তোলে অস্ট্রিয়া। ৫৩ মিনিটে এক কর্নার কিককে মাথা বাড়িয়ে সমতা ফেরান মার্টিন হিন্টারগার।

তবে ৬৯ মিনিটে অস্ট্রিয়ার হয়ে জয়সূচক গোল করেন আলেহান্দ্রো স্কফ। অসহায়ের মতো বল জালে জড়াতে দেখে গোলরক্ষক ম্যানুয়াল নায়ার।

এদিকে অাস্ট্রিয়া বিপক্ষে হার নিয়ে হতাশা প্রকাশ করেছে জার্মানির কোচ জোয়াকিম লো।

তিনি বলেন, অামি দল হেরেছে বলে হতাশ না, অস্ট্রিয়ার বিপক্ষে হেরেছে বলেও হতাশ না। অামি হতাশ তাদের খেলার ধরণ দেখে। শুরুতে ম্যাচ অামাদের নিয়ন্ত্রণে ছিলো। বিরতির ১৫ মিনিট অাগে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ হারাই। অবিশ্বাস্যভাবে বল অামাদের নিয়ন্ত্রণে ছিলো না। যার ফলে ম্যাচটা হেরে যাই।

আগামী ১৭ জুন ‘এফ’ গ্রুপে মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে জার্মানি।

এ সম্পর্কিত আরও খবর