আজ খেলবেন নেইমার?

, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 08:17:22

 

বিশ্বকাপ শুরুর আগে লিভারপুলের বিখ্যাত স্টেডিয়াম অ্যানফিল্ডে আজ রোববার ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আজ বাংলাদেশ সময় রাত আটটায় অনুষ্ঠেয় ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়েই এবারের রাশিয়া বিশ্বকাপ মিশন শুরু হবে হট ফেভারিট ব্রাজিলের।

অ্যানফিল্ডে তারকা স্ট্রাইকার নেইমারকে পেতে মরিয়া ব্রাজিল টিম ম্যানেজম্যান্ট। নেইমারের ফিটনেসের দিকে পাখির চোখে তাকিয়ে আছেন ব্রাজিলসহ বিশ্বের অগণিত ফুটবল ভক্ত।   

নেইমার জুনিয়রকে সেরা এগারোতে ভেড়ানোর আশার কথা শোনালেন ম্যানসিটির ব্রাজিলিয়ান তারকা ফার্নান্দিনহো। তার মতে নেইমারকে অ্যানফিল্ডে বদলি খেলোয়াড় হিসেবে দেখা যেতে পারে।

তবে কোচ তিতের কথা স্মরণ করে বলেন, ‘সেলেকাও বস তিতে বিশ্বকাপ শুরু হওয়ার সপ্তাহ দুয়েক আগে কোনো অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে পছন্দ করবেন না।’ কিন্ত ১০ জুন ভিয়েনায় অস্ট্রিয়ার বিপক্ষে নেইমারকে অবশ্যই দেখা যাবে বলে নিশ্চিত করেন ফার্নান্দিনহো।  

২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা এখন খুবই সতর্কতার সাথে অনুশীলন করছেন। নেইমার সহজাত মুভমেন্ট, দৃষ্টিনন্দন ড্রিবলিং সবই করছেন ট্রেনিংয়ে। তিনি নিজেই দেখাচ্ছেন যে সে খুব ভাল অবস্থায় আছে এভাবেই বলছিলেন ম্যানসিটি তারকা ফার্নান্দিনহো।

নেইমার ২০১৪ সালে নিজ দেশে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়ার আগে করেছিলেন চার গোল। ফেব্রুয়ারিতে পিএসজির হয়ে খেলার সময় পা ভেঙে মাঠের বাইরে চলে যান ব্রাজিলিয়ান এ তারকা। রোববার রাতে হয়ত তাকে দেখা যেতে পারে অ্যানফিল্ডে।   

ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

অ্যালিসন, দানিলো, থিয়াগো সিলভা, মিরান্ডা, মার্সেলো, ক্যাসিমিরো, উইলিয়ান, পাওলিনহো, ফার্নান্দিনহো, কৌতিনহো, গ্যাব্রিয়েল জেসুস।

 

এ সম্পর্কিত আরও খবর