পিচ কিউরেটর মূল উইকেটে বোলিং করলেন! জানলেন স্পিন ধরে কিনা?

ক্রিকেট, খেলা

এম.এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম, চট্টগ্রাম থেকে | 2023-09-01 12:01:25

-কেমন উইকেট হচ্ছে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে?

এই প্রশ্নের উত্তর মিলে গেল ম্যাচ শুরুর আগের দিন বিকেলেই!

-কিভাবে?

বুধবার বিকেলে হঠাৎ পিচের কাভার তুলে ফেলা হলো। ড্রেসিংরুম প্রান্ত থেকে পিচের ওপর দৌড়ে একজন বোলিং করছেন। অফস্পিন বোলিং!

-কে তিনি?

পরিচয় জানা গেল। তিনি এই মাঠের প্রধান কিউরেটর। নাম প্রবীন হিঙ্গানিকার। ভারতের বিধর্ভ ক্রিকেট রাজ্যের সাবেক অধিনায়ক তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন চাকরি করছেন। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি তাকে প্রধান কিউরেটর পদে চাকরি দিয়েছে। এই উইকেট তৈরির প্রধান দায়িত্ব তার।

চট্টগ্রাম টেস্টের উইকেট কেমন হবে সেই বিষয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের পরামর্শ পেয়েছেন তিনি। উইকেটে যে কয়টি অফস্পিন করলেন প্রবীন হিঙ্গানিকার, তাতেই বোঝা গেলো দায়িত্বটা সুচারুভাবেই পালন করেছেন তিনি! তার নিরীহ দর্শন স্পিন উইকেটে পড়েই প্রায় ১৬০ ডিগ্রী বাঁক নিলো! যাকে বলে সার্প টার্ন!

ম্যাচ শুরুই হয়নি। অথচ সেই উইকেটে ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে বোলিং করার ঘটনা টেস্ট ক্রিকেটে সচারচর দেখা যায় না। কিন্তু প্রবীন যেহেতু এই মাঠের প্রধান কিউরেটর। পিচের দেখভালের প্রধান রক্ষক। তাই এখানে শুধু বোলিং কেন-দাপাদাপি করার ক্ষমতাও তার আছে!



যে কয়টি বল করলেন প্রবীন, সবগুলোই একহাতের বেশি টার্ন করলো! সেই টার্ন দেখে দূরের কাঁচঘেরা প্রেসবক্সের ভেতর থেকেও প্রবীনের মুখে সন্তুষ্টির হাসি ঠিকই দেখা গেল-যাক যা চেয়েছিলাম, ঠিক সেই উইকেটই হয়েছে তাহলে!

দিনের শুরুতে বাংলাদেশ কোচ সাকিব আল হাসান ও কোচ রাসেল ডমিঙ্গো উইকেট পর্যবেক্ষণ করেন বেশ ভালোভাবে। উইকেটে হাত দিয়ে দেখে উত্তাপ নিলেন যেন! চাহিদায় যা দেয়া হয়েছিলো-তা নির্মিত হলো কিনা? সেটাই বোঝার চেষ্টা করলেন সাকিব।

হাতের স্পর্শেই যা বোঝার বুঝে নিলেন বাংলাদেশ অধিনায়ক। কোনো সন্দেহ নেই চট্টগ্রামের এই উইকেটে ম্যাচের প্রথম ওভার থেকে বল ঘুরবে ঘুর্ণির মতো! এমন উইকেট মানেই একাদশে এক পেসার এবং চার স্পিনার!

সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক রশিদ খানকেও উইকেটের ‘চরিত্র’ বিশ্লেষণ করতে বলা হলো। তবে রশিদ খান আগাম তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত জানানোর চেয়ে ক্রিকেটীয় যুক্তির পথেই হাঁটলেন-‘আমি আসলে উইকেট নিয়ে বেশি চিন্তা ভাবনা করি না। আর উইকেট কেমন আচরণ করবে, সেটা সেই উইকেটে বল না করা পর্যন্ত বলতে পারি না!’

তবে চট্টগ্রামের উইকেটের আচরণ জানার জন্য আফগান অধিনায়ক অনুশীলন পর্বে যা করলেন সেটাও প্রায় অদ্ভুত! দুপুরে কিউরেটরের উপস্থিতিতে পিচ কাভার তুলে দেখলেন। উইকেটে হাত রাখলেন। হাঁটু গেড়ে বসলেন। এবং খানিকবাদে পুরো শুয়ে পড়লেন!

আক্ষরিক অর্থেই শুয়ে পড়া! যেন বললেন-‘আদর নিও!’

রশিদ খানও যে দলের মূল স্পিনার!

এ সম্পর্কিত আরও খবর