অপ্রতিরোধ্য স্মিথের ব্যাটে ডাবল সেঞ্চুরি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 16:55:36

এক ম্যাচ বিরতি দিয়ে মাঠে ফিরেই ব্যাট হাতে ফের দ্যুতি ছড়ালেন স্টিভেন স্মিথ। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার পেলেন ডাবল সেঞ্চুরি।

টেস্ট ক্যারিয়ারে এটি স্মিথের ২৬তম সেঞ্চুরি। তৃতীয় ডাবল সেঞ্চুরি। ৩১০ বলে ২০১ রানের অনন্য এ ক্রিকেটীয় ইনিংসে রয়েছে ২২টি চারের মার। রয়েছে দুটি ছক্কার সমাহার!

বল টেম্পারিং কেলেঙ্কারির নিষেধাজ্ঞা কাটিয়ে টেস্টে ফিরেই ব্যাট হাতে আগুনে পারফরম্যান্স দিয়ে যাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান স্মিথ।

এজবাস্টনে প্রথম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি পান স্মিথ (১৪৪ ও ১৪২)। লর্ডসে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ঘাড়ে ইংলিশ পেসার জোফরা আর্চারের বাউন্সারের আঘাত নিয়ে করেন ৯২। অবশ্য দ্বিতীয় ইনিংসে মাঠে নামেননি তিনি।

আঘাতের ধকল কাটিয়ে উঠতে না পেরে লিডসে তৃতীয় টেস্টে আর খেলেননি অস্ট্রেলিয়ার এ তারকা ক্রিকেটার। কিন্তু ফিরেই দেখালেন সেই ছন্দ। বিশ্বের নাম্বার ওয়ান ব্যাটসম্যান বলে কথা। নিজের সেরাটা দিয়েই লড়ছেন স্টিভেন স্মিথ।

স্মিথের সেঞ্চুরির সুবাদে বৃষ্টি বিঘ্নিত ওল্ড ট্রাফোর্ড টেস্টের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৪০৯ রান। বড় সংগ্রহের পথেই আছে অজিরা।

৫৮ রান করে এর আগে ফেরেন বর্তমান অধিনায়ক টিম পেইন। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪৯৭ রান করে ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। স্মিথ করেছেন ২১১ রান। টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ড তাদের ১ম ইনিংসে ১ উইকেট হারিয়ে করেছে ২৩ রান।

 

এ সম্পর্কিত আরও খবর