আর্জেন্টাইন ক্লাবে কোচ ম্যারাডোনা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 12:26:14

গুঞ্জন রটেছিল। কোচ হয়ে আর্জেন্টিনায় ফিরতে যাচ্ছেন দিয়েগো ম্যারাডোনা। অবশেষে সেই গুঞ্জনই সত্যিই হলো। আর্জেন্টাইন এ কিংবদন্তি কোচ হিসেবে যোগ দিলেন স্বদেশী ক্লাব জিমন্যাশিয়া এসগ্রিমা লা প্লাতায়।

আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ী অধিনায়ক চলতি মৌসুম পর্যন্ত প্রিমেরা ডিভিশনের তলানির দল এল লোবোর (ডাক নাম, যার অর্থ নেকড়ে) দায়িত্ব পালন করবেন। ২০১০ সালের পর এই প্রথম নিজের দেশে কোচিং চাকরি পেলেন ম্যারাডোনা।

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ম্যারাডোনা এমন এক দলের কোচ হয়েছেন, যারা গত পাঁচ ম্যাচ খেলে সংগ্রহ করেছে মাত্র এক পয়েন্ট।

এর আগে মেক্সিকোর দ্বিতীয় বিভাগের ক্লাব দোরাদোস দি সিনালোয়ায় কাজ করেন ৫৮ বছরের এ ফুটবল লিজেন্ড। জুনে চাকরি হারানোর পর এতো দিন বসেই ছিলেন আর্জেন্টাইন এ ফুটবল ঈশ্বর।

এনিয়ে ষষ্ঠবারের মতো কোনো ক্লাবের কোচ হলেন ম্যারাডোনা। ২০০৮ সালে দায়িত্ব নিয়ে আর্জেন্টিনার জাতীয় দলের কোচ ছিলেন দুই বছর। আলবিসেলেস্তে শিবিরকে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ বিশ্বকাপে পৌঁছে দেন কোয়ার্টার-ফাইনালে।

এ সম্পর্কিত আরও খবর