কমলা ঝড়ে থামল জার্মান জয়রথ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-13 03:23:55

অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছিল জার্মানি। ইউরো ২০২০ বাছাই পর্বে একের পর এক জয়ে যেন আকাশেই উড়ছিল কোচ জোয়াকিম লোর দল। সেই জার্মানদের মাটিতে নামিয়ে আনল নেদারল্যান্ডস। কমলা ঝড়ে ২-৪ গোলে হারের তেতো স্বাদ হজম করল জার্মানরা।

গত মার্চে ঘরের মাঠে জার্মানদের কাছে ২-৩ গোলে হার মেনে ছিল নেদারল্যান্ডস। এবার সেই হারের মধুর প্রতিশোধ নিল অতিথি দলটি।

হামবুর্গে শুক্রবার রাতে (৬ সেপ্টেম্বর ) এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি জার্মানি। ম্যাচের মাত্র ৯ম মিনিটের মাথায় সার্জ গ্যাব্রি স্বাগতিক জার্মান শিবিরে উচ্ছ্বাস ছড়িয়ে দেন। কিন্তু ৫৯তম মিনিটে গোলটি শোধ করেন ফ্রেঙ্কি ডি জং।

৭ মিনিট বাদে জার্মানির জোনাথান তাহ ক্লিয়ার করতে গিয়ে ভুলে বল নিজেদের জালে জড়িয়ে দিলে ম্যাচের পরিস্থিতি পাল্টে যায়।

৭৩তম মিনিটে ডি জংয়ের হাতে বল লাগলে পেনাল্টি পায় স্বাগতিকরা। টনি ক্রুস সুযোগটি কাজে লাগালে ড্রয়ের পথেই এগিয়ে যায় জার্মানি।

কিন্তু ৭৯তম মিনিটে অভিষিক্ত বদলি খেলোয়াড় ডোনিয়েল মালেনের দুরন্ত গোলে আশা ফিরে পায় ডাচ শিবির। ইনজুরি টাইমে (৯০+১ মিনিটে) জর্জিনিও উইজনালডাম নেদারল্যান্ডসের জয়ে সিল মোহর এঁকে দেন।

২০০২ সালের পর এই প্রথম জার্মানির মাটিতে জয় ছিনিয়ে নিল নেদারল্যান্ডস। ইউরো বাছাই পর্বে ডাচদের গুরুত্বপূর্ণ এ জয়ের কারণে জার্মানরা ‘সি’ গ্রুপের শীর্ষে উঠতে পারল না। ৪ ম্যাচে ৩ জয় আর এক হারে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এখন তারা।

১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে ৪ ম্যাচে এখন পর্যন্ত অজেয় থাকা উত্তর আয়ারল্যান্ড। তবে এক ম্যাচ কম খেলে জার্মানির চেয়ে তিন পয়েন্টে পিছিয়ে নেদারল্যান্ডস।

রাতের অন্য ম্যাচে মিচি বাতসুয়ির জোড়া গোলে স্যান ম্যারিনোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম। সমান ব্যবধানে স্লোভাকিয়াকে হারিয়েছে ক্রোয়েশিয়াও।

 

এ সম্পর্কিত আরও খবর