ফিরেই ব্রাজিলের মান বাঁচালেন নেইমার

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 20:50:32

কলম্বিয়ার কাছে হারতেই বসে ছিল ব্রাজিল। কিন্তু শেষ দিকে নেইমার জ্বলে উঠায় মান বাঁচল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। পিএসজির তারকা স্ট্রাইকারের গোলের সুবাদে কোচ কার্লোস কুইরোচের দলের বিপক্ষে প্রীতি ম্যাচে সান্ত্বনার ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা।

এনিয়ে চার ম্যাচ বিরতি দিয়ে ফের ড্র করল দক্ষিণ আমেরিকার ফুটবল পরাশক্তি কোচ আদেনর লিওনার্দো বাচ্চি ওরফে তিতের ব্রাজিল।

জুনে কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে ডান পায়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়ে ছিলেন নেইমার। এর পর ক্লাব বা দেশের হয়ে মাঠে নামা হয়নি তার। এমনকি দেশের মাটিতে কোপা আমেরিকা জয়ের মিশনও মিস করেন তিনি।

চোট কাটিয়ে প্রায় তিন মাস পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরেই দ্যুতি ছড়ালেন নেইমার। দলের প্রয়োজনের মুহূর্তে পেলেন গোলের দেখা।

শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের ২০তম মিনিটে নেইমারের কর্নার শটে মাথা ছুঁয়ে ব্রাজিলকে লিড উপহার দেন ক্যাসেমিরো।

ছয় মিনিট বাদে অ্যালেক সান্দ্রো ফাউল করলে পেনাল্টি পায় প্রতিপক্ষ কলম্বিয়া। পেনাল্টি থেকে নির্ভুল নিশানায় কলম্বিয়াকে সমতায় ফেরান লুইস মুরিয়েল।

বিরতিতে যাওয়ার ১১ মিনিট আগে দলের দুর্দান্ত আক্রমণ থেকে বল পেয়ে ১০ মিটার দূর থেকে দাপুটে ফিনিংশে কলম্বিয়াকে এগিয়ে দেন মুরিয়েল।

দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে কলম্বিয়ান ডিফেন্স চিড়ে ফিলিপ্পে কুতিনহোর দূরপাল্লার পাস থেকে ব্রাজিলকে সান্ত্বনার ড্র এনে দেন দলের প্রাণভোমরা নেইমার।

ম্যাচের শেষের দিকে ডেভিড সানচেজ ধাক্কা দিয়ে নেইমারকে মাঠের পাশের বিজ্ঞাপন বোর্ডের কাছে পাঠিয়ে দেন। নেইমার পেনাল্টির জোরালো দাবী তোলেন। কিন্তু মাঠের রেফারি তা আমলে নেননি।

এ সম্পর্কিত আরও খবর