ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ নিতে বললেন মিরাজ

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 00:31:03

চট্টগ্রাম টেস্টে এখন হারের শঙ্কায় বাংলাদেশ। ৮ উইকেট হারিয়ে ২৩৭ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে আফগানিস্তান। সব মিলিয়ে সফরকারীদের লিড ৩৭৪ রান। টেস্টের বাকি আছে দু'দিন। বাস্তবতা বলছে একমাত্র বৃষ্টিই বাঁচাতে পারে টাইগারদের। আবহাওয়া অফিস অবশ্য সুখবরই দিয়ে রাখছে। তবে হাল ছাড়তে রাজি নন মেহেদী হাসান মিরাজ। শেষ চেষ্টাটুকু করে যেতে চান এই অলরাউন্ডার।

শনিবার দিনের খেলা শেষে গণমাধ্যমের মুখোমুখি হলেন মিরাজ। যেখানে জানিয়ে রাখলেন জয়ের লক্ষ্যটা যতো বড়ই হোক, চ্যালেঞ্জটা নিতে হবে ব্যাটসম্যানদের। মিরাজ বলেন, ‘অবশ্যই ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ নিতে হবে।  এমন বড় স্কোর চেজ করতে গেলে, আমাদের ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে।’

এই টেস্ট শুরুর আগে কি বাংলাদেশ দল ভাবতে পেরেছিল এমন চ্যালেঞ্জের মুখে পড়বে? মিরাজ কি ভেবেছিলেন চট্টগ্রামে কোণঠাসা হয়ে পড়বে টাইগাররা? জবাবে এই অলরাউন্ডার বলেন, ‘ক্রিকেট খেলায় যারা ভালো ক্রিকেট খেলবে তারাই কিন্তু জিতবে। যারা সেশন বাই সেশন ভালো খেলবে, তারাই কিন্তু এগিয়ে থাকবে। আমরা যে ওদের হালকা করে দেখেছি, তেমন কিছুই না। ওরা ভালো ক্রিকেট খেলেছে। ওরা অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছে।’

এর অর্থ এই না, বাংলাদেশ দল ম্যাচ থেকে ছিটকে গেছে। শনিবার দিন শেষে অন্তত তেমনটা মনে করেন না মিরাজ। তার দাবী ‘দেখুন, ক্রিকেটে সবকিছুই হতে পারে। আমরা চেষ্টা করবো, যেহেতু আমাদের হাত দুটো দিন সময় আছে। প্রথম কাজ হলো দ্রুত ওদের বাকি দুটি উইকেট নেওয়া। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের দায়িত্বটা ঠিকভাবে বুঝে সেটা পালন করা। অবশ্যই আমি মনে করি, ক্রিকেট খেলায় সবই হতে পারে।’

মিরাজ মনে করেন বোলারদেরও ব্যর্থতা রয়েছে। এ কারণে বড় স্কোর গড়ছে আফগানরা। দুই ইনিংসেই সফল হয়েছে সফরকারী দল। টাইগারদের এই অলরাউন্ডার জানাচ্ছিলেন, ‘আমাদের বোলাররা ভালো জায়গাতে বোলিং করেছে, কিন্তু উইকেট বের করতে পারেনি। ওরা অনেক ভালো ক্রিকেট খেলেছে। বিশেষ করে ব্যাটসম্যানরা যখন ব্যাটিং করেছে। আমি যখন বোলিং করেছি, অনেক কষ্ট করে উইকেট নিতে হয়েছে।’

টেস্ট পরিবারের নবীন দলের সঙ্গে লড়াই। সাদা পোশাকে ১৯ বছরের অভিজ্ঞ বাংলাদেশের কেন এমন হাল? এমন প্রশ্নের মুখে দাঁড়িয়ে সোজা ব্যাটেই খেললেন মিরাজ,  ‘খারাপ সময়, ভালো সময় যায়। আমি এর আগে বললাম। আমরা কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সঙ্গে জিতেছি। এই কয়েকটা দিন আমাদের খারাপ সময় গেছে, তাই আমরা পিছিয়ে গেছি। এমন না যে আমরা টেস্ট ক্রিকেটে জিতেনি।’

মিরাজ মনে করেন চতুর্থ ইনিংসে তাদের দল ভুল-ত্রুটি সামলে উঠে ব্যাট করতে পারবে। অন্তত প্রথম ইনিংসের মতো ভরাডুবি হবে না!

এ সম্পর্কিত আরও খবর