অধিনায়কত্বে অনীহা সাকিবের!

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম, চট্টগ্রাম থেকে | 2023-08-26 14:18:00

অধিনায়ক সাকিব অন্যরকম।

যা বিশ্বাস করেন সেটাই বলেন। যেভাবে নিজের দল চান, সেটা না পেলে প্রতিবাদ করেন। এই চট্টগ্রাম টেস্ট শুরুর আগে সাকিব বলেছিলেন- ‘আমি অধিনায়কত্বের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। কিন্তু দলের ভালোর জন্য এখন টেস্ট অধিনায়কত্বও করতে হচ্ছে।’

অধিনায়কত্ব ক্রিকেট ক্যারিয়ারের অনেক বড় বিষয় হলো সবার কাছে খুব সুখকর কোনকিছু না। সেই তালিকাটাও খুব বড় নয়। অধিনায়ক হিসেবে চিন্তা করার চেয়ে নিজের খেলা নিয়ে চিন্তা করতে ভালোবাসেন এমন ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় সাকিব আল হাসান একজন।

চট্টগ্রাম টেস্টে ২২৪ রানে হারের পর আরেকবার নিজের অধিনায়কত্ব প্রসঙ্গে সাকিব সেই কথাই বললেন। এই টেস্টের ভুলভ্রান্তি, দলগঠন, খেলোয়াড়দের সামর্থ্য সবকিছু নিয়ে কথাবার্তায় সাকিব যা বোঝালেন তার অর্থ হলো তিনি যা চাচ্ছেন এখনো তা পাননি।

আর তাই আরেকবার মনে করিয়ে দিলেন- ‘যদি নেতৃত্ব না দিতে হয় তবে সেটা আমার জন্য সবচেয়ে ভালো হবে। আমার মনে হয় সেটা আমার ক্রিকেটের জন্যই ভালোই হবে। আর যদি নেতৃত্ব দিতেই হয় তবে ম্যানেজমেন্টের সঙ্গে অনেককিছু নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে।’

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর পর দেশের মাটিতে টেস্ট অধিনায়ক হিসেবে আফগানিস্তানের মতো নতুন টেস্ট খেলুড়ে দেশের কাছে ২২৪ রানের বিশাল হার। ব্যাটে-বলে নিজের পারফরমেন্সও এই টেস্টে তেমন বলার মতো কিছু নয়।

বিশ্বকাপে এমন সাফল্যের পর হঠাৎ উল্টো পথে পারফরমেন্সের যাত্রা প্রসঙ্গে সাকিবের উত্তরটা বেশ পরিষ্কার- ‘দেখুন বিশ্বকাপে খুব ভালো করার পর আমি কখনোই ভাবিনি যে আকাশে ছিলাম। আবার এই ম্যাচ হারের পর আমি মনে করছি না যে মাটির তলায় চলে গেছি। আমি যেখানে ছিলাম সেখানেই আছি। এটা কে কীভাবে নেবে আর কে কীভাবে চিন্তা করবে সেটা তাদের ব্যাপার। আমার সবসময় একটা চেষ্টাই থাকে যে কিভাবে ভালো করতে পারি। সবসময় যে অবদান রাখতে পারব না- সেটা খুবই স্বাভাবিক। একটা ম্যাচ বাজে যেতেই পারে।’

এ সম্পর্কিত আরও খবর