নতুন এক ইতিহাস লেখা হলো সিঙ্গাপুরে। দেশের বাইরে নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেললেন বাংলাদেশের নারীরা। যদিও অভিষেকে ধরা দেয়নি জয়। তবে এয়ার এশিয়া ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকিতে প্রথম ম্যাচটা মন্দ খেলেনি রিতু খানমের দল।
সিঙ্গাপুরের বিপক্ষে ০-৩ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব ২১ নারী হকি দল। কিন্তু আক্রমণে স্বাগতিক নারীদের থেকে এগিয়ে ছিলেন রিতু-স্বর্ণারা। কিন্তু তৃতীয় কোয়ার্টারে পথ হারায় দল। অভিজ্ঞতার অভাবে হারতে হয়েছে তাদের।
৪০ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে জোহানা হাজারাতির ফিল্ড গোলে লিড নেয় সিঙ্গাপুর। ৪৫ মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়িয়ে নেন সিম ভালেরি। দলের হয়ে তৃতীয় গোলটিও করেন তিনি।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ দল-
গোলরক্ষক : সুমি আক্তার ও রিয়া আক্তার স্বর্ণা।
রক্ষণভাগ : রিতু খানম, জোয়ারিয়া ফেরদৌস জয়িতা, মুক্তা খাতুন, রানি আক্তার রিয়া মনি ও পারভিন আক্তার।
মিডফিল্ড : লিমা খাতুন, ফারদিয়া আক্তার রাত্রি, সানজিদা আক্তার সাথী, সানজিদা আক্তার মনি, মোকসেদা মুন্নী ও নাদিরা (মিডফিল্ড ও ফরোয়ার্ড)।
ফরোয়ার্ড : নমিতা কর্মকার, সাদিয়া খাতুন, তারিন আক্তার খুশি, অর্পিতা পাল ও তাসমিম আক্তার মিম।