‘সিনিয়রদের বাদ দেয়ার কোনো চিন্তা বিসিবির নেই’

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 10:57:05

মাশরাফি বিন মর্তুজা ক্যারিয়ারের শেষে দাঁড়িয়ে, ফর্মে নেই তামিম ইকবাল। চোট কাটিয়ে ছন্দের দেখা পাচ্ছেন না মাহমুদউল্লাহ রিয়াদ। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে রান পাননি মুশফিকুর রহিম। সব মিলিয়ে চাপে রয়েছেন দলের সিনিয়র ক্রিকেটাররা। তাদের নিয়ে সমালোচনাতেও মুখর অনেকেই। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহজে আস্থা হারাচ্ছে না।

সিনিয়রদের বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই নাজমুল হাসান পাপনের। বুধবার এনিয়ে মুখ খুললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান। বলছিলেন, ‘দেখুন, আমি এখনো বিশ্বাস করি তামিম দেশ সেরা ওপেনার। মুশফিক সেরা ব্যাটসম্যান। সাকিব বিশ্বসেরা ক্রিকেটার। মাহমুদউল্লাহ রিয়াদ বিস্ময়কর ক্রিকেটার। এরা আমাদের অনেক ম্যাচ জিতিয়েছে। হয়তো এখন অনেকের অফফর্ম আছে। তাই বলে ওদের বাদ দেয়ার বিন্দুমাত্র কোনো চিন্তা আমাদের নেই। এই ক্রিকেটাররা বিশ্বের যে কোনো দলের বিপক্ষে সেঞ্চুরি করার যোগ্যতা রাখে।’

নাজমুল হাসান বিশ্বাস করেন, বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। সিনিয়র ক্রিকেটাররাও রানে ফিরবেন।

তবে আফগানিস্তানের কাছে বাংলাদেশ হারায় বেশ কষ্ট পেয়েছেন বিসিবি বস। যদিও সেই কষ্টটা নতুন কিছু নয়। বুধবার সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপন চট্টগ্রাম টেস্টের কথা উঠতেই বলেন, ‘এই টেস্ট ম্যাচ আমরা হেরেছি। এটা দুঃখজনক। এরকম কষ্ট আমরা আগেও পেয়েছি। তবে এটাই যে সবচেয়ে কষ্টকর, আমার কাছে তা কিন্তু না। এখনো আমার কাছে সবচেয়ে কষ্টকর হারটা হচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে ১ রানে হারা ম্যাচটি। আমার কাছে নিদাহাস ট্রফিতে নিশ্চিত জেতা ম্যাচ হারাটা আরো বেশি দুঃখজনক ছিল। এশিয়া কাপে শেষ বলে ভারতের কাছে হেরে যাওয়াটা আমার কাছে আরো বেশি কষ্টদায়ক ছিল।’

পাপন মনে করেন বড় স্কোর গড়া ছাড়া টেস্ট ম্যাচে সম্ভব নয়। যেমনটা জানাচ্ছিলেন, ‘আফগানিস্তানের কাছে টেস্ট হারটাও অত্যন্ত কষ্টকর, খুবই খারাপ লেগেছে। তাই বলে হতাশ হওয়ার কিছু নেই। তবে একটা ব্যাপার পরিষ্কার যে ১৭০ বা টেনেটুনে ২০০ রান করে টেস্ট ম্যাচ জেতা সম্ভব না। বড় রান না করলে ম্যাচ জেতা যাবে না। আমরা তাহলে পারছি না কেন? আমি মনে প্রাণে বিশ্বাস করি এটা আমাদের আসল চিত্র না। প্রকৃত চিত্র না।’

এ সম্পর্কিত আরও খবর