টি-টুয়েন্টির একাদশে পেসার থাকছে, নিশ্চিত করলেন কোচ!

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 16:15:09

দেশের মাটিতে টেস্ট ম্যাচের একাদশ সাজাতে গিয়ে বাংলাদেশ দল সবচেয়ে বেশি চিন্তাশক্তি ব্যয় করে দুটো বিষয়ে; প্রথমত উইকেট। দ্বিতীয়: একাদশ সাজানো। দেশের মাটিতে টেস্ট মানেই যেন এখন পেসারবিহীন একাদশ। আর কোনো মতে একজন পেসার থাকলেও কয়েকওভার বোলিংয়ের পরে তিনি ম্যাচে প্রায় বেকার! তবে টি-টুয়েন্টিতে সেই ফমূর্লার পথে হাঁটছে না বাংলাদেশ। তিন জাতি টি-টুয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচে নামার আগে সেটা নিশ্চিত করলেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো।

টুর্নামেন্ট পূর্ব সংবাদ সম্মেলনে সাধারণত দলের অধিনায়কই আসেন। কিন্তু বাংলাদেশ দলের হয়ে এলেন কোচ নিজেই। চট্টগ্রাম টেস্ট চলাকালে সাকিব এতোবার দিনের শেষে সংবাদ সম্মেলনে এসেছেন যে নতুন করে অধিনায়কের সম্ভবত বলার বাকি কিছু আর নেই!

টি-টুয়েন্টির একাদশ প্রসঙ্গে কোচ বলছিলেন-‘এটা ভিন্ন ফরম্যাটের খেলা। কন্ডিশনও ভিন্ন। এক বছরের মধ্যেই টি-টুয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় হবে সেখানে আমাদের পেস বোলারদের অবশ্যই প্রয়োজন হবে। তাই টি-টুয়েন্টি ফরম্যাটে সন্দেহতীতভাবে আমাদের কিছু ফাস্ট বোলারের প্রয়োজন হবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে শুক্রবার, ১৩ সেপ্টেম্বর টুর্নামেন্টের প্রথম ম্যাচের একাদশে থাকা নিয়ে তাহলে বাংলাদেশের পেসাররা কিছুটা স্বস্তি এখন পেতেই পারেন। টি-টুয়েন্টির ১৩ জনের দলে পেসার আছেন তিনজন। মুস্তাফিজুর রহমান ও সাইফুদ্দিন অভিজ্ঞজন। নতুন মুখ ইয়াসিন আরাফাত মিশু।

মিরপুরের টি-টুয়েন্টির উইকেট প্রসঙ্গে কোচ রাসেল ডমিঙ্গো জানান-‘খেলা রাতের বেলা হবে। আমি এখনো উইকেট দেখিনি। পরে দেখবো। টেস্ট সিরিজে আমরা হেরেছি। খেলোয়াড়দের সবসময়ে উন্নতির চিন্তা করে সামনে বাড়তে হয়। একই ভাবে দলের কাছে কোচের বার্তা তাই-যথেস্ট কঠিন পরিশ্রম করতে হবে। যথেস্ট প্রশিক্ষণ নিতে হবে। উন্নতির জন্য সুযোগ সবসময় থাকছে।’

টেস্ট সিরিজের ব্যর্থতা ভুলে তার দল টি-টুয়েন্টিতে ভালো সাফল্য নিয়ে আসবে বলে আশায় আছেন নতুন কোচ।

টেস্ট দলের সবার সঙ্গে পরিচয় হয়েছে নতুন কোচের। কিন্তু টি-টুয়েন্টি দলের তিনজন ক্রিকেটার আফিফ, মিশু ও শেখ মেহেদি হাসানের সঙ্গে গতকালই প্রথম সাক্ষাত হলো কোচের ।

এখনো কোচ পরিচিতি পর্বের মধ্যেই আছেন। তবে টি-টুয়েন্টি লড়াই শুরুর আগে দলের কাছে তার পরিস্কার বার্তা-‘আমরা এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচে জয়ের জন্যই নামবো। তবে আগামীকালের (শুক্রবারের) ম্যাচে যে জিতবোই এমন কোনো গ্যারান্টি নেই। টি-টুয়েন্টি ম্যাচে যে কোন দল যে কাউকে হারিয়ে দিতে পারে। জয়ের শতভাগ নিশ্চয়তা দিতে পারছি না। তবে যা দিতে পারছি তা হলো জয়ের জন্য আমরা নিজেদের সেরা পারফরমেন্স দেখাবো।’

জেতার জেদ তো ওতেই!

এ সম্পর্কিত আরও খবর