শ্রীলঙ্কান সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে নয় পাকিস্তানেই

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 20:35:52

শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের হোম সিরিজ পাকিস্তান নিজেদের দেশের মাটিতেই খেলবে। কোনোভাবেই নিরপেক্ষ ভেন্যুতে নয়। এমনটাই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পিসিবি। তবে সিরিজ অন্য কোথায়ও সরিয়ে নিতে কোনোভাবেই রাজি নয় পাকিস্তান। তারা অভয় দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কাকে। এখানেই থেমে নেই তাদের কার্যক্রম। সন্ত্রাসী হামলার হুমকি পাওয়ার পর শ্রীলঙ্কাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে পাকিস্তান।

পিসিবি মনে করছে, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নিলে পাকিস্তানে স্থায়ীভাবে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনাটা অসম্ভব হয়ে পড়বে। সঙ্গে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পাকিস্তান সফরে বিদেশী ক্রিকেটারদের রাজি করানোটাও কঠিন হয়ে যাবে।

শ্রীলঙ্কার পাকিস্তান সফরের সকল প্রস্তুতি ঠিকঠাক ভাবেই এগিয়ে যাচ্ছিল। কিন্তু লঙ্কান প্রধানমন্ত্রীর অফিস নিজেদের দেশের ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার হুমকির নির্ভরযোগ্য তথ্য পাওয়ায় সফরটা এখন ঝুলে গেছে। আদৌ হবে কীনা তা নিয়ে দেখা দিয়ে অনিশ্চয়তা।

হুমকি পাওয়ার পর পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়নের জন্য সরকারের কাছে সহায়তা চেয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

২০০৯ সালে পাকিস্তান সফরকালে লাহোরে সন্ত্রাসী হামলার শিকার হয়ে ছিল শ্রীলঙ্কার ক্রিকেট টিম। ভয়াবহ সেই হামলায় আটজন নিহত হয়। শ্রীলঙ্কান ক্রিকেটারসহ আহত হয় বেশ কয়েকজন। তাই হামলার হুমকিকে বেশ গুরুত্ব দিয়েই দেখছে শ্রীলঙ্কা।

বুধবার সন্ধ্যায় হুমকির খবর পায় এসএলসি। তার আগে বিকেলেই লাহিরু থিরিমান্নে ও দাসুন শানাকার নেতৃত্বে ওয়ানডে ও টি-টুয়েন্টি দল ঘোষণা করে শ্রীলঙ্কা।

নিরাপত্তাহীনতার কারণে লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিমুথ করুনারত্নেদের মতো দশজন তারকা ক্রিকেটার পাকিস্তান সফর থেকে অবশ্য আগেই নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। 

২৭, ২৯ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর করাচির মাঠে গড়ানোর কথা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। লাহোরে সমান সংখ্যাক টি-টুয়েন্টি ম্যাচ হওয়ার কথা ৫, ৭ ও ৯ অক্টোবর। ডিসেম্বরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান আয়োজন করতে চায় টেস্ট সিরিজ।

আরও পড়ুন

সন্ত্রাসী হামলার হুমকিতে অনিশ্চিত শ্রীলঙ্কার পাকিস্তান সফর

থিরিমান্নে-শানাকার নেতৃত্বে পাকিস্তান যাচ্ছে শ্রীলঙ্কা

লঙ্কান ক্রিকেটারদের কোনো চাপ দেয়নি ভারত

মালিঙ্গা-ম্যাথুসদের পাকিস্তান সফরে ভারতের হুমকি!

সেপ্টেম্বরেই পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কান দল

 

এ সম্পর্কিত আরও খবর