টি-টুয়েন্টির অভিষেকে প্রথম বলেই উইকেট তাইজুলের!

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 05:33:44

নিজের প্রথম টি-টুয়েন্টিতে এমন বিস্ময় লুকিয়ে রেখেছিলেন তাইজুল ইসলাম! আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে নিজের প্রথম বলেই উইকেট পেলেন! টি-টুয়েন্টিতে প্রথম বলেই উইকেট পাওয়ার ঘটনা ছিল সবমিলিয়ে ১৫টি। সেই তালিকায় ১৬ নম্বর ক্রিকেটার হলেন তাইজুল ইসলাম। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে টসে জিতে বোলিং বেছে নেন সাকিব। ম্যাচের প্রথম ওভার সাকিব নিজেই করেন। দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন তাইজুল। তার ওভারের প্রথম বলেই ব্রেন্ডন টেলর তুলে মারতে যান। ব্যাটে-বলে ঠিকমতো হয়নি। বল ব্যাটের কানায় লেগে ক্যাচ উঠে। ত্রিশ গজ বৃত্তের ভেতরে মাহমুদউল্লাহ রিয়াদ জায়গায় দাঁড়িয়ে ক্যাচটা ধরেন।

ক্যারিয়ারের প্রথম ম্যাচ মানেই তাইজুলের অন্যরকম গল্প। টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট শিকার করে। ২০১৪ সালের বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে নিজের অভিষেক ওয়ানডেতে হ্যাটট্রিক করে নিজের ক্যারিয়ারের প্রথম ওয়ানডেকেও স্মরণীয় করে রাখেন।

এবার টি-টুয়েন্টির ক্যারিয়ারেও প্রথম বলেই উইকেট! ২০১৬/১৭ মৌসুমে শ্রীলঙ্কার লক্ষ্মণ সান্দাকানের পরে তাইজুলই হলেন শেষ ক্রিকেটার যিনি টি-টুয়েন্টির ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট শিকার করলেন।

টি-টুয়েন্টির ক্যারিয়ারে প্রথম বলেই উইকেট শিকারের প্রথম কৃতিত্ব দেখান অস্ট্রেলিয়ার মাইকেল ক্যাসপ্রোভিচ। লম্বা এই তালিকায় আছেন অজিত আগারকার, দক্ষিণ আফ্রিকার আলফানসো থমাস, অস্ট্রেলিয়ার শন টেইট, দক্ষিণ আফ্রিকার ক্লেনভেল্ট, ভারতের প্রজ্ঞান ওঝা, ইংল্যান্ডের জো ডেনলি, ভারতের বিরাট কোহলি, হংকংয়ের নাদিম আহমেদ ও পি. খাড়কা, পাপুয়া নিউ গিনির গাভেরা, ওমানের এজে লালচেটা, পাকিস্তানের আমির ইয়ামিন, নিউজিল্যান্ডের লকি ফার্গুসন ও শ্রীলঙ্কার লক্ষ্মণ সান্দাকান।

এলিট সেই তালিকার সর্বশেষ এবং বাংলাদেশের একমাত্র সদস্য তাইজুল ইসলাম।

এ সম্পর্কিত আরও খবর