হার দিয়ে শুরু মারিয়া-আঁখিদের

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 04:07:31

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের শুরুটা জয় দিয়ে রাঙিয়ে নিতে পারল না বাংলাদেশের মেয়েরা। স্বাগতিক থাইল্যান্ডের কাছে ১-০ গোলে হার মেনে মিশন শুরু করল লাল-সবুজের প্রতিনিধিরা।

শুরুটা দারুণ করে ছিল বাংলাদেশের মেয়েরা। গোলের সুবর্ণ সুযোগও এসেছিল। কিন্তু তা কাজে লাগাতে পারেনি তারা। ম্যাচের তিন মিনিটের মাথায় আনুচিং মোগিনির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটেই তোহুরা খাতুনের গোল প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়ায় পোস্ট।

বিরতিতে যাওয়ার আগে কোনো দলই প্রতিপক্ষের রক্ষণদুর্গে চিড় ধরাতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই দৃশ্যপট পাল্টে যায়। দারুণ এক ফ্রি কিক থেকে থাইল্যান্ডকে লিড এনে দেন প্রোমথংমে। 

থাই দলের চমপায়েং পেনাল্টি  মিস করলে স্বস্তি পায় মারিয়া মান্দারা। ডি-বক্সে থাইল্যান্ডের এই ফরোয়ার্ডকে বাজে ভাবে ট্যাকল করে ছিলেন আঁখি খাতুন।

শেষ দিকে মনিকা চাকমাকে হতাশ করেন থাই গোলরক্ষক। যে কারণে আর সমতায় ফেরা হয়নি বাংলাদেশের। তাই হারের তেতো স্বাদ হজম করেই মাঠ ছাড়ে মেয়েরা।

থাইল্যান্ডের চোনবুরিতে বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে কোচ গোলাম রব্বানী ছোটনের দল। 

এ সম্পর্কিত আরও খবর