জামাল ভুঁইয়াদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু ২৫ সেপ্টেম্বর

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-21 06:07:48

কাতার ২০২২ বিশ্বকাপের বাছাই পর্বের প্রস্তুতি শুরুতেই হোঁচট খেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ০-১ গোলে হেরেছে জামাল ভুঁইয়ার দল। তবে হতাশার কিছু নেই। সামনে আরও দুটি ম্যাচ। প্রতিপক্ষ কাতার ও ভারত। দ্বিতীয় রাউন্ডের এই দুই ম্যাচের জন্য মঙ্গলবার প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

২৬ জনের প্রাথমিক দল নিয়ে আগামী ২৫ সেপ্টেম্বর শুরু হবে ক্যাম্প। ফের শুরু হবে বিশ্বকাপ প্রস্তুতি! প্রাথমিক দলে জায়গা পেয়েছেন ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ আর গোলকিপার পাপ্পু আহমেদ।

ঘরোয়া ফুটবলে ভাল খেলেই জাতীয় দলে জায়গা পেলেন পাপ্পু। বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ১১ ম্যাচ খেলেন তিনি। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের হয়ে ১৯ ম্যাচ খেলে মাত্র ১ গোল করলেও তৌহিদুল আছেন প্রাথমিক দলে। তবে জায়গা হয়নি গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল, ডিফেন্ডার নুরুল নাঈম ফয়সাল ও মনজুরুর রহমান মানিকের।

আগামী বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ে ১০ অক্টোবর প্রতিপক্ষ কাতার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচটি খেলতে নামবে কোচ জেমি ডের দল। এরপর অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ ভারত। ১৫ অক্টোবর, কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

প্রাথমিক দল-
গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, শহিদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকু ও পাপ্পু আহমেদ।
ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, মনজুরুর রহমান মানিক, ইয়াসিন খান, রিয়াদুল হাসান ও ইয়াসিন আরাফাত।
মিডফিল্ডার: জামাল ভুঁইয়া, মাসুক মিয়া জনি, মামুনুল ইসলাম, সোহেল রানা, রবিউল হাসান, বিপলু আহমেদ, আরিফুর রহমান ও মোহাম্মদ ইব্রাহিম।
ফরোয়ার্ড: নাবিব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন, জুয়েল রানা ও তৌহিদুল আলম সবুজ।

এ সম্পর্কিত আরও খবর