স্বপ্নের অভিষেকের পরই ইনজুরিতে বিপ্লব

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 06:57:44

হঠাৎ করেই জাতীয় দলে ডাক মিলেছিল তার। অভিষেকটাও আচমকা হয়ে গেল। স্বপ্নের মতো পথচলা শুরু। জিম্বাবুয়ের বিপক্ষে বুধবার মাঠে নেমেই অভিষিক্ত আমিনুল ইসলাম বিপ্লব ঝড় তুলেন বল হাতে। এই লেগস্পিনার তুলে নেন ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট। এমন অভিষেকের পর যখন প্রশংসায় ভাসছিলেন তখনই শুনতে হলো দুঃসংবাদ!

জিম্বাবুয়ের বিপক্ষে সাফল্য পাওয়া ম্যাচ শেষেই ডানহাতি স্পিনারের বাঁ হাতে তিনটি সেলাই দিতে হয়েছে।

ম্যাচে ফিল্ডিংয়ের সময়ই চোটে পড়েন আমিনুল বিপ্লব। যদিও শুরুতে বুঝতে পারেননি চোট এতোটা মারাত্মক হয়ে উঠবে। নিজের বোলিংয়ে জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার একটি শট ফেরাতে গিয়েই হাতে আঘাত পান তিনি।

বুধবার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ম্যাচের পরই যেতে হয়েছে হাসপাতালে। বৃহস্পতিবার ব্যান্ডেজ হাতে দেখা গেল আমিনুলকে। এদিনই স্পিনার অবশ্য জানালেন, ভালো অনুভব করছেন। ধারণা করা হচ্ছে পরের ম্যাচের আগেই ফিট হয়ে উঠবেন ১৯ বছর বয়সী আমিনুল।

একই তথ্য দিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। গণমাধ্যমের সঙ্গে তিনি বলেন, ‘বুধবার রাত ১২টার দিকে চট্টগ্রামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। দেখুন, তিনটি সেলাই নিয়ে অনেককেই খেলতে দেখেছি আমি। তাছাড়া ওর চোট স্পিনিং হাতেও নয়। অবশ্য পরের ম্যাচ খেলতে পারবে কীনা এটা বলা কঠিন। ফিজিও ও টিম ম্যানেজমেন্ট হয়তো পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে।’

দু'দিন বাংলাদেশের খেলা নেই। শনিবার দল মুখোমুখি হবে আফগানিস্তানের। অবশ্য রাউন্ড রবিন লিগের এই ম্যাচের আগেই ফাইনাল নিশ্চিত হয়েছে টাইগারদের। এ অবস্থায় আমিনুল ম্যাচটিতে বিশ্রাম পেলেও অবাক হওয়ার কিছু থাকবে না!

এ সম্পর্কিত আরও খবর