হুমকি পেয়েও পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 11:32:43

সন্ত্রাসী হামলার হুমকি পাওয়ার পরও পিছু হটছে না শ্রীলঙ্কা। সীমিত ওভারের সিরিজ খেলতে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ঠিকই পাকিস্তান সফরে যাচ্ছে তারা। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) খবরটা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

হুমকির বিষয়টি খতিয়ে দেখে শ্রীলঙ্কান ক্রিকেটকে (এসএলসি) সবুজ সঙ্কেত দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ছাড়পত্র মিলেছে মঙ্গলবার। তাই এখন পাকিস্তান সফরে যেতে কোনো বাধা নেই তাদের সামনে। খবরটা নিশ্চিত করেছেন এসএলসির সেক্রেটারি মোহান ডি সিলভা।

ডি সিলভা বলেন, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আমরা সবুজ সঙ্কেত পেয়েছি। সফর পরিকল্পনা মাফিকই হবে। আমি নিজে যাব এবং আমার অফিসের কর্তাব্যক্তিরাও দলের সঙ্গে যাবেন।’

শ্রীলঙ্কার পাকিস্তান সফরের সকল প্রস্তুতি ঠিকঠাক ভাবেই এগিয়ে যাচ্ছিল। কিন্তু লঙ্কান প্রধানমন্ত্রীর অফিস নিজেদের দেশের ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার হুমকির নির্ভরযোগ্য তথ্য পাওয়ায় সফরটা ঝুলে যায়। পরে প্রতিরক্ষা মন্ত্রণালয় হুমকির বিষয়ে তদন্তে নামে। তবে তেমন কিছুই পায়নি।

হুমকি পেয়ে ভড়কে গিয়ে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়নের জন্য সরকারের কাছে সহায়তা চেয়ে ছিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

তাদের ভয়ের যথেষ্ট কারণও আছে। ২০০৯ সালের মার্চে পাকিস্তান সফরে টেস্ট ম্যাচ চলাকালে লাহোরে শীলঙ্কান ক্রিকেট দলের ওপর হামলা করেছিল সন্ত্রাসীরা। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ছয়জন লঙ্কান ক্রিকেটার আহত হয়ে ছিলেন। তবে পাকিস্তান পুলিশের ছয় সদস্যসহ নিহত হয় আট জন।

হুমকি পাওয়ার আগেই লাহিরু থিরিমান্নে ও দাসুন শানাকার নেতৃত্বে ওয়ানডে ও টি-টুয়েন্টি দল ঘোষণা করে শ্রীলঙ্কা।

নিরাপত্তাহীনতার কারণে লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিমুথ করুনারত্নেদের মতো দশজন তারকা ক্রিকেটার পাকিস্তান সফর থেকে অবশ্য আগেই নিজেদের নাম প্রত্যাহার করে নেন।

২৭, ২৯ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর করাচির মাঠে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। লাহোরে সমান সংখ্যাক টি-টুয়েন্টি ম্যাচ হবে ৫, ৭ ও ৯ অক্টোবর। ডিসেম্বরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান আয়োজন করতে চায় টেস্ট সিরিজ।

 

এ সম্পর্কিত আরও খবর