বার্সার ‘চমক’ ফাতি এখন স্পেনের নাগরিক

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 03:45:43

স্পেনের নাগরিকত্ব পেলেন বার্সেলোনার টিনেজ ফরওয়ার্ড আনসু ফাতি। ফলে স্প্যানিশ জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে খেলার পথ সুগম হল তার।

১৬ বছরের এ তরুণ তুর্কি খেলতে পারবেন মাতৃভূমি গিনি বিসাউয়ের হয়েও। শোনা যাচ্ছে দাদা-দাদির কারণে পর্তুগালের হয়েও খেলতে পারবেন তিনি।

দশ বছর স্পেনে বসবাসের বাধ্যবাধকতা শেষ করায় ফাতির স্প্যানিশ নাগরিকত্বের আবেদন গ্রহণ করে দেশটির ইন্টেরিয়র মন্ত্রণালয়।

নাগরিকত্ব পাওয়ায় অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে স্পেনের হয়ে খেলতে পারবেন ফাতি। স্পেনের অনূর্ধ্ব ১৭ দলের হয়ে খেললেও সিনিয়র দলে খেলার সময় দল পাল্টে ফেলতে পারবেন তিনি।

বার্সেলোনার সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগে ফাতির অভিষেক হয়েছে মঙ্গলবার। তবে তার দল গোল শূন্য ড্র করেছে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে। লা লিগায় চলতি মৌসুমে তিন ম্যাচ খেলে ইতোমধ্যে দুই গোলের চমকে নিজের জাত চিনিয়ে ফেলেছেন উদীয়মান তারকা ফুটবলার ফাতি।

এ সম্পর্কিত আরও খবর