আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে সিঙ্গাপুর যাচ্ছেন নেইমার। তবে শুধু নেইমার নন। কোচ আদেনর লিওনার্দো বাচ্চি ওরফে তিতের ঘোষিত ২৩ জনের দলে রয়েছেন রবার্তো ফিরমিনো ও গ্যাব্রিয়েল জেসুস।
দুই মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন জেসুস। কোপা আমেরিকায় লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সময় অখেলোয়াড়সুলভ আচরণের জন্য ক্ষুব্ধ জেসুসকে নিষিদ্ধ করেছিল কনমেবল।
প্যারিস সেন্ট জার্মেই, লিভারপুল ও ম্যানচেস্টার সিটির এ ত্রয়ী আক্রমণ শক্তি নিয়ে সেনেগাল ও নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে সেলেসাও শিবির। ২০১৯ সালে ব্রাজিলের গ্লোবাল ট্যুরের অধীনে সিঙ্গাপুরে ম্যাচ দুটি হবে যথাক্রমে ১০ অক্টোবর ও ১৩ অক্টোবর।
নেইমার, ফিরমিনো ও জেসুসের সঙ্গে থাকছেন সিটি গোলরক্ষক এডারসন, পিএসজির মারকুইনহস ও থিয়াগো সিলভা, বায়ার্ন মিউনিখে ধারে খেলা ফিলিপ্পে কুতিনহো, লিভারপুলের ফ্যাবিনহো এবং এভারটনের রিচার্লিসন।
সিঙ্গাপুর স্পোর্টস হাবে দ্বিতীয়বারের মতো খেলতে যাচ্ছে ব্রাজিল। ২০১৪ সালে জাপানকে ৪-০ উড়িয়ে দিয়েছিল তারা। চারটি গোলই করে ছিলেন নেইমার।
ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক: ওয়েভারটন, এডারসন ও সান্তোস।
ডিফেন্ডার: দানি আলভেস, ডানিলো, আলেক্স সান্দ্রো, রেনান লোডি, থিয়াগো সিলভা, মারকুইনহস, এডার মিলিতাও ও রদ্রিগো কাইয়ো।
মিডফিল্ডার: কাসেমিরো, আর্থার, ফ্যাবিনহো, মাতেউস হেনরিক, ফিলিপ্পে কুতিনহো ও লুকাস পাকুয়েতা।
ফরওয়ার্ড: এভারটন, রবার্তো ফিরমিনো, গাব্রিয়েল বারবোসা, রিচার্লিসন, নেইমার ও গ্যাব্রিয়েল জেসুস।