ভারতকে আটকে দিয়ে সেমিতে বাংলাদেশ

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 08:15:49

শ্রীলঙ্কাকে ৩-০ গোলে উড়িয়ে শুরু হয়েছিল মিশন। দ্বিতীয় ম্যাচে আরেক ফেভারিট ভারতকে আটকে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল। সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ড্র নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সোমবার নেপালের কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এই ড্র দিয়েই টুর্নামেন্টের সেমিতে জায়গা করে নিয়েছে গতবারের রানার্সআপ দল বাংলাদেশ।

বাংলাদেশ ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে সবার আগে উঠে গেল সেমি-ফাইনালে।

খেলার প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে ভারত এগিয়ে থাকলেও তাদের ভয়ঙ্কর হয়ে উঠতে দেয়নি বাংলাদেশের ডিফেন্ডাররা। এরমধ্যে বাংলাদেশ ৩৪তম মিনিটে এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। ফয়সাল আহমেদ ফাহিমের ভাসানো ক্রসে পা ছোঁয়াতে পারলেই গোল পেতে পারতো দল। কিন্তু হতাশ করেন মারাজ হোসেন।

৬৯তম মিনিটে আরেকটি সুযোগ আসে। কিন্তু রাহাদ মিয়ার লম্বার থ্রো ইনে প্রতিপক্ষের ডি বক্সে বল পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেন নি আমির হোসেন বাপ্পী।

যদিও সবার আগে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে উঠতে ড্র প্রয়োজন ছিল বাংলাদেশের। সোমবার সেই কাজটিই করেছে তারা।

এর আগে সাফের বয়সভিত্তিক এ টুর্নামেন্টে ২০১৫ সালে সেমি-ফাইনালে টাইব্রেকারে ভারতের কাছে হার মানে বাংলাদেশ। এরপর ২০১৭ সালে ভারতকে ৪-৩ গোলে হারালেও শেষ পর্যন্ত রানার্সআপ হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

এ সম্পর্কিত আরও খবর