ফিফার বর্ষসেরা একাদশে মেসি রোনালদো, নেই নেইমার

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-09 18:57:56

২০১৮-১৯ মৌসুমের ফিফার বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবে সেরাদের এই একাদশে জায়গা পাননি পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ইতালির মিলানে ফিফা বর্ষসেরা অ্যাওয়ার্ড 'দ্য বেস্ট' প্রদান অনুষ্ঠানে ২০১৮-১৯ মৌসুমের বর্ষসেরা একাদশ ঘোষণা করা হয়।

একাদশে গোলকিপার হিসেবে রয়েছেন লিভারপুলের চ্যাম্পিয়ন লীগ জয়ী ব্রাজিলিয়ান গোলকিপার অ্যালিসন বেকার। ডিফেন্ডার হিসেব আছেন- রিয়াল মাদ্রিদের মার্সেলো ও সার্জিও রামোস; আয়াক্সের ম্যাথিয়াস ডি লিট ও লিভারপুলের ভার্জিল ফন ডাইক।

আরও পড়ুন: রেকর্ড গড়ে ফিফার বর্ষসেরা লিওনেল মেসি

মিডলফিল্ডার- বার্সেলোনার ফ্রেংকি ডি ইয়ং (সাবেক আয়াক্স), রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ ও এডেন হ্যাজার্ড (সাবেক চেলসি)।

ফরোয়ার্ড- বার্সেলোনার আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি, জুভেন্টাসের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো ও পিএসজির ফরাসি ফুটবলার কিলিয়ান এম্বাপে।

এছাড়া সেরা একাদশে জায়গা হয়নি নেইমার জুনিয়র, মোহাম্মদ সালাহ ও রবার্ট লেভান্ডস্কির মতো তারকা ফুটবলারদের।

ফিফার বর্ষসেরা পুরুষ ও নারী ফুটবলার

এদিকে, ষষ্ঠবারের মতো ফিফার বর্ষসেরার পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন আমেরিকার মেগান রাপিনো। সেরা কোচ নির্বাচিত হয়েছেন লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ। সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন লিভারপুল ও ব্রাজিলের অ্যালিসন বেকার। পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন হাঙ্গেরিয়ান ফরোয়ার্ড ড্যানিয়েল সোরি।

সেরা নারী গোলকিপার নেদারল্যান্ড ও আর্সেনালের সারি ফন ফেনেনাদাল। ফিফা ফেয়ার প্লে’র পুরস্কার পেয়েছেন আর্জেন্টিনার মার্সেলো বিয়েলসা। বর্ষসেরা ফ্যান নির্বাচিত হয়েছেন সিলিভিও গ্রাক্কো। সেরা নারী কোচ যুক্তরাষ্ট্রের জিল এলিস।

আরও পড়ুন: ফিফার বর্ষসেরা কোচ ক্লপ, গোলকিপার অ্যালিসন বেকার

এ সম্পর্কিত আরও খবর