জয়ের ছন্দে বার্সা-জুভেন্টাস

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 18:17:32

নিজেদের মাঠে অপ্রতিরোধ্য বার্সেলোনা। মঙ্গলবার রাতে লা লিগায় জায়ান্টরা তুলে নিয়েছে আরেকটি জয়। একইভাবে জয়ের ছন্দে উড়ছে জুভেন্টাসও। চ্যাম্পিয়নরা ইতালিয়ান সেরি-এ তে ব্রেসসিয়াকে হারিয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকায় শীর্ষে। ইংলিশ লিগ কাপের চতুর্থ রাউন্ডে পা রেখেছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল।

প্রথম একাদশেই ছিলেন লিওনেল মেসি। চোট কাটিয়ে পুরোপুরি ফিট এই মহাতারকা। একদিন আগেই তার হাতে উঠেছে রেকর্ড ষষ্ঠবারের মতো ফিফার বর্ষসেরার ট্রফি। সেই আনন্দের রেশ ধরে রেখে তুলে নিয়েছেন জয়। তবে নিজেদের মাঠ নু ক্যাম্পে অনায়াসে তারা জিততে পারে নি।

ভিলারিয়াল কঠিন চাপে ফেলেছিল বার্সাকে। শেষ অব্দি মেসির দল জেতে ২-১ গোলে। কাতালান ক্লাবটির হয়ে গোল করেন অ্যান্তোনিও গ্রিজমান ও আর্থার মেলো। ভিলারিয়ালের হয়ে একটি গোল শোধ করেন সান্তি কাসোরলা।



এদিনই বার্সার হয়ে শুরুর একাদশে চারশতম ম্যাচ খেলার মাইলফলকে পা রাখেন মেসি। তার এমন মাইলফলকের ম্যাচে ১৫ মিনিটেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল চ্যাম্পিয়নরা। এরপর অবশ্য আর গোল পায়নি তারা। তবে গোলের একাধিক সুযোগ ঠিকই পেয়েছিলেন লুইস সুয়ারেসরা।

এনিয়ে স্প্যানিশ লা লিগায় এবার তৃতীয় জয়ের দেখা পেল বার্সা। ৬ ম্যাচ খেলে অর্জন ১০ পয়েন্ট। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে এক নম্বরে গ্রানাদা। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে এরপরই আথলেতিক বিলবাও ও রিয়াল মাদ্রিদ।

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই মঙ্গলবার খেলতে হয়েছে জুভেন্টাসের। সাত মৌসুম পর সেরি এ-তে উঠে আসা ব্রেসসিয়াকে তারা হারাল ২-১ গোলে। যদিও নিজেদের মাঠে শুরুতে এগিয়ে গিয়েছিল ব্রেসসিয়া। ব্যবধান গড়ে দেন আলফ্রেদো দোন্নারুমা।



এরপর ম্যাচের ৪০তম মিনিটে সমতায় ফেরে জুভেন্টাস। গোলদাতা ডিফেন্ডার জন চান্সেলর। ৬৩তম মিনিটে এসে দেখা পায় জয়সূচক গোলের। মিরালেম পিয়ানিচ স্বস্তি এনে দেন জুভেন্টাস সমর্থকদের মনে।

এ অবস্থায় পাঁচ ম্যাচ শেষে শীর্ষে থাকা জুভদের পয়েন্ট ১৩। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এরপরই ইন্টার মিলান।

এদিকে ইংলিশ লিগ কাপে মঙ্গলবার তৃতীয় রাউন্ডে প্রেস্টন নর্থ এন্ডকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানসিটি। আরেক ম্যাচে নটিংহ্যাম ফরেস্টকে ৫-০ গোলে অনায়াসে হারিয়ে চতুর্থ রাউন্ডের টিকিট পেয়েছে আর্সেনাল।

এ সম্পর্কিত আরও খবর