মেসির বর্ষসেরায় ভোট কেলেঙ্কারি!

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 03:51:09

সোমবার রাতে মিলানের জমকালো অনুষ্ঠানে ফিফা বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন এ ফুটবল মহাতারকার পুরস্কার জয়ের আনন্দ থমকে গেছে ভোট জালিয়াতির বিতর্কে। তিনটি দেশ থেকে তাদের ভোট জালিয়াতি বা বাতিল করার অভিযোগ এসেছে।

মিশর, সুদান ও নিকারাগুয়ার কোচ অধিনায়কদের কাছ থেকে এসেছে অভিযোগ। তাদের কারো দাবী, তাদের ভোট গণনা হয়নি। কারো দাবী, তাদের ব্যালট জালিয়াতি করা হয়েছে। মোহাম্মদ সালাহকে ভোট দিলেও তা চলে গেছে মেসির নামে। প্রমাণ হিসেবে তারা তাদের ব্যালট পেপারের ছবিও পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সুদান কোচ লুগারিসিচের সালাহকে দেওয়া ভোট চলে গেছে মেসির নাম, ছবি: সংগৃহীত

তাই জাতীয় দলের কোচ, অধিনায়ক ও সাংবাদিকদের ভোটে জুভেন্টাসের পর্তুগিজ ফরওয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইককে টপকে বার্সেলোনার প্রাণভোমরা মেসির এ পুরস্কার জয় কোনো সন্দেহ নেই এখন প্রশ্নবিদ্ধ। প্রশ্ন উঠেছে অ্যাওয়ার্ডের ভোটিং পদ্ধতির বৈধতা নিয়েও।

মিশরীয় ফুটবল ফেডারেশন অভিযোগ দায়ের করেছে ফিফার কাছে, তাদের জাতীয় দলের কোচ শাওকি ঘারিব ও অধিনায়ক আহমেদ এল মোহাম্মদীর ভোট গণনা করা হয়নি। তাদের দুজনের ভোট ফিফার অফিসিয়্যাল তালিকায় নেই। যদিও তারা সময় শেষ হওয়ার চার দিন আগেই ভোট দিয়ে ছিলেন। কোনো সন্দেহ নেই তাদের ভোট ছিল পুরস্কারের অন্যতম দাবীদার মোহাম্মদ সালাহর পক্ষে।

ফিফা তদন্তে করে জবাবে জানিয়েছে ব্যালটে ক্যাপিটাল লেটারে স্বাক্ষর দেওয়ায় তাদের ভোট বাতিল হয়েছে। ফেডারেশনের জেনারেল সেক্রেটারির স্বাক্ষর বাধ্যতামূলক হলেও তা মিশরের ভোটিং ফর্মে ছিল না।

সুদান কোচ জদ্রাভকো লুগারিসিচ ও নিরাকারাগুয়ার অধিনায়ক হোয়ান বারেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভোট জালিয়াতির অভিযোগ দায়ের করেছেন। সঙ্গে ভোটিং পদ্ধতির বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন দুজনে।

লুগারিসিচের অভিযোগ মোহাম্মদ সালাহকে ভোট দিলেও ফিফার ভোটিং নথিপত্রে তার ভোট চলে গেছে মেসির নামে। বারেরা দাবী করেন, তিনি এবছর ভোট দেননি। গত বছর ভোট দিয়ে ছিলেন। কিন্তু ফিফার কাগজপত্র বলছে বার্সা সুপারস্টারই তার প্রথম পছন্দ। কিন্তু ফিফা বলছে, নিকারাগুয়া এফএ এর পাঠানো বৈধ ব্যালট দেখেই ভোট গণনা করা হয়েছে। তাহলে ভোট দিলো কে?

 

 

 

এ সম্পর্কিত আরও খবর