ফুটবলের পর ফেসবুকে এবার ক্রিকেট

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 18:49:01

২০২৩ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সব ইভেন্ট দেখা যাবে ফেসবুকে। মানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার ডিজিটালস্বত্ব।

ভারতীয় উপমহাদেশে স্প্যানিশ লিগের স্বত্ব ফেসবুক দখল করেছে আগেই। মাঝে আইপিএল এর স্বত্ব কিনতে চেয়েও পারেনি। নিলামে স্টার স্পোর্টসের কাছে হার মানে ফেসবুক। তবে আইসিসির সঙ্গে চুক্তির মাধ্যমে ক্রিকেটে পা রাখল তারা।

ক্রিকেটকে সারা বিশ্বে ছড়িয়ে দিতেই আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ফেসবুকের সঙ্গে চুক্তি সই করেছে আইসিসি।

আগামী চার বছরের চুক্তিতে রয়েছে ম্যাচ রিক্যাপ, খেলার বিশেষ বিশেষ মুহূর্ত এবং অন্যান্য ম্যাচ আর ফিচার কন্টেন্ট।

এই চুক্তির আওতায় ২০২৩ সালের মধ্যে হওয়া আইসিসির মেজর ইভেন্টগুলোর মধ্যে থাকছে নারী ও পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ বাছাই ও অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ, ২০২১ নারী ক্রিকেট বিশ্বকাপ এবং ২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপ।

এ সম্পর্কিত আরও খবর