ক্লুজনার এখন আফগান কোচ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 06:17:35

আফগানিস্তানের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ল্যান্স ক্লুজনার। সাবেক কোচ ফিল সিমন্সের ফেলে যাওয়া শূন্য জায়গাটা এবার পূরণ করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক এ তারকা অলরাউন্ডার।

বিশ্বকাপের পর আফগান প্রধান কোচের পদ ছেড়ে দেন ফিল সিমন্স। তাই সদ্য শেষ হওয়া বাংলাদেশ সফরে টাইগার ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে রশিদ খানদের আপদকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় দলের সাবেক কোচ ও পুনর্গঠিত নির্বাচক প্যানেলের সদস্য অ্যান্ডি মোলেস।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, শূন্য হওয়া আফগানিস্তানের প্রধান কোচের পদে ৫০জনের বেশি প্রার্থী আবেদন করলেও ক্লুজনার শুরু থেকেই কোচ হওয়ার দৌড়ে ফেভারিট ছিলেন।

১৯৯৬ থেকে ২০০৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে ৪৯ টেস্ট ও ১৭১ ওয়ানডে খেলেন ক্লুজনার। সে সময়ে অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে সারা ক্রিকেট দুনিয়ায় দাপট দেখিয়েছেন।

লাল বলের ক্রিকেটে ক্লুজনারের সংগ্রহ ১৯০৬ রান ও ৮০ উইকেট। আর একদিনের ক্রিকেটে তার থলেতে রয়েছে ৩৫৭৬ রান ও ১৯২ উইকেট।

প্রোটিয়া এ লিজেন্ডের কোচিং ক্যারিয়ারের শুরু ২০১২ সালে। ঘরোয়া টিম ডলফিন্সের হয়ে। ২০১৬ সালে কাঁধে তুলে নেন জিম্বাবুয়ের ব্যাটিং কোচের দায়িত্ব। মাঝে ২০১৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে লোয়ার অর্ডারের মেন্টর হিসেবে ক্লুজনারকে দলে টানে দক্ষিণ আফ্রিকা।

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন ক্লুজনার। সবশেষ ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজে প্রোটিয়াদের সহকারী ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

কোচ হিসেবে ক্লুজনারের প্রথম অ্যাসাইনমেন্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্যারিবিয়ানদের বিপক্ষে হোম সিরিজে একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান।

 

এ সম্পর্কিত আরও খবর