বিশ্রাম কাটিয়ে এখনো ক্রিকেটে ফেরেন নি মহেন্দ্র সিং ধোনি। জোর গুঞ্জন-বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ থেকেও নিজেকে সরিয়ে নিচ্ছেন ভারতের সাবেক এই অধিনায়ক! এরইমধ্যে টাইগারদের জন্য আরেক স্বস্তির খবর আসন্ন সিরিজে নেই জাসপ্রিত বুমরাহও। সময়ের আলোচিত এই পেসার ইনজুরিতে কাবু!
ধোনি অবশ্য বিশ্বকাপের পর থেকেই আছেন ভারতীয় দলের বাইরে। দুই মাসের ছুটি নিয়ে টেরিটোরিয়াল আর্মির সঙ্গে সীমান্তরক্ষার কাজে ব্যস্ত রেখেছিলেন নিজেকে। এরপর ছুটি শেষেও মাঠের বাইরে তিনি। জানা গেছে, ডিসেম্বরের আগে ফিরছেন না। বুমরাহর অবশ্য কিছুই করার নেই। ইনজুরি বড় ক্ষতি করে দিয়েছে এই পেসারের।
‘লোয়ার ব্যাক স্ট্রেস ফ্র্যাকচার’-ইনজুরিতে নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ নেই বুমরাহ। বলা হচ্ছে কমপক্ষে দুই মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। এর অর্থ নভেম্বর মাসটাও পুনর্বাসনে থাকতে হচ্ছে বুমরাহকে। যদিও হাল ছাড়েন নি। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে ইংল্যান্ডে যাচ্ছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।
তার ফেরা নিয়ে অনেক কথাই বলা হচ্ছে ভারতীয় গণমাধ্যমে। এই চোট কাটিয়ে উঠতে ৬ মাসও লেগে যেতে পারে। এমন ধাক্কা সামলে উঠা ভারতের সাবেক পেসার আশিস নেহরা জানাচ্ছিলেন, ‘ও দুই মাস পর ভালো অনুভব করতে পারে আবার ছয় মাসও লাগতে পারে। এটি এমন চোট যার ওষুধ নেই। বিশ্রাম আর পুনর্বাসন প্রক্রিয়া খুব ভালো হতে হয়।’
আগামী ১৪ নভেম্বর ইন্দোরে প্রথম টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তারপর কলকাতায় দ্বিতীয় টেস্ট শুরু ২২ নভেম্বর। তার আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও ভারতীয় দলে নেই বুমরাহ। বুধবার বিশাখাপত্তমে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। এই টেস্টের জন্য ঘোষিত দলে জায়গা পেলেন উইকেট কিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। বাদ পড়েছেন রিশব পান্ত।
দ. আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের ভারতীয় দল-
বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, হনুমা বিহারী, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামি।
আরও পড়ুন-