আত্মবিশ্বাসের জোড়ে জিতেছে বাংলাদেশ

, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 05:58:24

আত্মবিশ্বাস হলো স্রোতোসিনী নদীর মতো। দুমরে মুচড়ে সে প্রবাহিত হয়। গতি পরিবর্তন না হলে সে চলে আপন খেয়ালে, লক্ষ্যের পথে। এশিয়া কাপের লিগ রাউন্ডে পাকিস্তান ও ভারত দলটাকে হারানোর পর বাংলাদেশের মেয়েদের মধ্যে যে আত্মবিশ্বাসের সঞ্চার হয়েছিলো, তারই বর্হিপ্রকাশ ঘটেছে টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারানোর মধ্যদিয়ে।

দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় রুমানা আহমেদ যেমন বললেন, ভারতের বিপক্ষে প্রথম জয়টাকে এগিয়ে রাখবো। ওই ম্যাচটা জিততে না পারলে তো আমরা ফাইনালে খেলতে পারতাম না। আমাদের জন্য ফাইনাল খেলাটা বেশি জরুরি ছিল। প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের ফাইনালে খেললাম। আমাদের লক্ষ্য ছিল, ফাইনাল। আর প্রথমবার যেহেতু ভারতকে হারাতে পেরেছিলাম ফাইনালে একটা বাড়তি আত্মবিশ্বাসী কাজ করেছে।

রুমানা জানান, দক্ষিণ আফ্রিকা সফরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এশিয়া কাপে সফল হয়েছেন তারা, ‘দক্ষিণ আফ্রিকা সফরের পর এটা আসলে কঠিন কোনো টুর্নামেন্ট ছিল না। দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে কিন্তু আমরা বলেছিলাম, সেখানকার কন্ডিশন আমাদের জন্য অনেক বড় সমস্যা হবে না। আর এবার খেলেছি এশিয়ার ভেতরে। আমরা আশাবাদী ছিল, মালয়েশিয়ায় আমরা অনেক ভালো করতে পারব। সেখানে কন্ডিশন আমাদের এতটাই পক্ষে ছিল যে অতিরিক্ত ভালো খেলে ফেলেছি।’

জাহানারা আলম, যার ব্যাট থেকে এসেছে জয়সূচক দুই রান। তিনি জয়ের অভিজ্ঞতা বর্ণনা করছিলেন এভাবে, ‘২০১৪ সালের ইনচন এশিয়ান গেমসে ৪২ বলে ৪৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শেষ ওভারে উইকেটের পর উইকেট পড়ে যাচ্ছিল। আমাদের সেদিনের কথা হঠাৎ করে মনে পড়ে গেল। তখন ভাবলাম, এই বলেই আমাকে কিছু করতে হবে। আমাকে আজকে ফিনিশ করতেই হবে, তা যেভাবেই হোক। কারণ, এরচেয়ে বড় সুযোগ আমি আর পাব না।’

 

এ সম্পর্কিত আরও খবর