ড্রাফটে সাকিবের সঙ্গে তামিম-মুশফিক

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 10:32:21

সাকিব আল হাসান আগেই জায়গা পেয়েছিলেন আলোচিত দা হানড্রেডের ড্রাফটে। এবার বাংলাদেশ থেকে এই তালিকায় আরও যোগ হলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

তামিম রয়েছেন ড্রাফটে সাকিবের ক্যাটাগরিতে। দু'জনেরই নিলামে ফ্লোর প্রাইস ১ লাখ পাউন্ড। মানে তাদের কিনতে হলে কম পক্ষে লাখ পাউন্ড দিয়ে দরদাম শুরু করতে হবে। বাকি বাংলাদেশি ক্রিকেটারদের ভিত্তিমূল্য ঠিক করা হয়নি।

১০০ বলের নতুন ফরম্যাটের এই ক্রিকেট প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড। যেখানে ড্রাফটে রাখা হয়েছে মোট ১১টি দেশের ক্রিকেটারদের। কিন্তু বিস্ময়কর হলেও সত্য ড্রাফটে নেই এবি ডি ভিলিয়ার্স। অথচ দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান নিজ থেকেই বলেছিলেন তিনি খেলতে চান এই আসরে।

এই লড়াইয়ে প্রতিটি ইনিংস হবে সর্বোচ্চ একশ বলের। প্রতিটি দলে স্কোয়াডে সর্বোচ্চ তিন জন বিদেশি খেলোয়াড় খেলাতে পারবেন। ২০ অক্টোবরের মধ্যে বেছে নিতে হবে পছন্দের ক্রিকেটার। ড্রাফটে সাবেক-বর্তমান বিদেশি ক্রিকেটারের সংখ্যা ১৬৫জন।

আসছে ইংলিশ গ্রীষ্মে শুরু হবে এই লড়াই। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঠিক করা হয়নি। আটটি দল অংশ নেবে মাঠের লড়াইয়ে।

এ সম্পর্কিত আরও খবর