মিরাজ-ইবাদতের বোলিং তোপ, লড়ছে 'এ' দল

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 06:59:38

পাথুম নিসানকা ও কামিন্দু মেন্ডিসের ব্যাটিং দৃঢ়তায় শ্রীলঙ্কা ‘এ’ দল ভয় ধরিয়ে দিয়ে ছিল লাল-সবুজের প্রতিনিধিদের। তবে মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেনের দাপুটে বোলিং জুটিতে সেই ভয় কেটে গেছে বাংলাদেশ ‘এ’ দলের। দল ফিরেছে লড়াইয়ে।

হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (৪ অক্টোবর) টস জিতে শুরুতে ব্যাট হাতে নেমে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের প্রথম দিন শেষে স্বাগতিক শ্রীলঙ্কা ৫ উইকেটের বিনিময়ে তুলেছে ২২৩ রান।

দলীয় ৩২ রানে ফেরেন সঙ্গিত কুরে। পরে পাথুম নিসানকা ও কামিন্দু মেন্ডিস দলের হাল ধরেন। দুজনে মিলে দলীয় স্কোরটা নিয়ে যান ১৫৩ তে।

প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান মেন্ডিসকে সাজঘরে ফিরিয়ে ১২১ রানের জুটিতে ভাঙন ধরান মিরাজ। ১২১ বলে ৮ চার ও এক ছক্কায় মেন্ডিসের সংগ্রহ দাঁড়ায় ৬২। ঘূর্ণি জাদুতে নিসানকাকে ফেরান মিরাজ। লঙ্কান এ উদ্বোধনী ব্যাটসম্যান ১১ চারে ১৬৬ বলে খেলেন ৮৫ রানের দুর্দান্ত এক ইনিংস।

পরে উইকেট শিকারে অফ-স্পিনার মিরাজের সঙ্গী হন পেসার ইবাদতও। নেন আশান প্রিয়াঞ্জন (২৮) ও প্রিয়ামল পেরেরার (৪) উইকেট।

চারিথ আসালঙ্কা ১৭ ও লাহিরু উদারা ২ রান নিয়ে উইকেটে টিকে আছেন।

৬৬ রান খরচায় ৩ উইকেট শিকার করেন প্রথম ম্যাচে পাঁচ উইকেট নেওয়া মিরাজ। ৫১ রানে দুই উইকেট নেন ইবাদত।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ‘এ’ দল: প্রথম ইনিংস: ২২৩/৫, ৭৪ ওভার (নিশানকা ৮৫, কামিন্দু ৬২, প্রিয়াঞ্জন ২৮, আসালঙ্কা ১৭ ব্যাটিং, উদারা ২ ব্যাটিং; মিরাজ ৩/৬৬ ও ইবাদত ৫১/২)

এ সম্পর্কিত আরও খবর