অজেয় লিভারপুল টটেনহ্যামের হার

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 22:20:48

দুরন্ত পারফরম্যান্সে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়রথ চালিয়ে যাচ্ছে লিভারপুল। বাড়িয়ে চলেছে অজেয় থাকার রেকর্ডটা। কোচ জুর্গেন ক্লপের দল এবার ২-১ গোলে হারিয়েছে লেস্টার সিটিকে। এনিয়ে লিগে আট ম্যাচের সবকটিতেই জয় পেল দ্য রেড শিবির। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে পরিষ্কার আট পয়েন্টে এগিয়ে এখন তারা। তবে ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নের কাছে ৩-০ গোলে হেরেছে টটেনহ্যাম হটস্পার।

নিজেদের মাঠ অ্যানফিল্ডে ৪০তম মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় লিভারপুল। খেলা শেষ হওয়ার দশ মিনিট আগে লেস্টারকে সমতায় ফেরান জেমস ম্যাডিসন। তবে ইনজুরি টাইমে (৯০+৫ মিনিটে) বিতর্কিত পেনাল্টি থেকে স্বাগতিকদের জয়সূচক গোল এনে দেন জেমস মিলনার।

অন্য দিকে খারাপ সময়টা যেন কিছুতেই পিছু ছাড়ছে না টটেনহ্যাম হটস্পারকে। ফিরতে পারছে না জয়ের ধারায়। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে হারের পর এবার ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের কাছে হার মানল কোচ মাউরিসিও পোচেত্তিনোর দল।

এনিয়ে ইউরোপিয়ান ও লিগ ফুটবল মিলে টানা দুই ম্যাচ হারল টটেনহ্যাম। আর ইংলিশ লিগ কাপ, চ্যাম্পিয়নস লিগ ও ইংলিশ প্রিমিয়ার লিগ তিন আসরেই নিজেদের সবশেষ ম্যাচেই হারের তেতো স্বাদ হজম করতে হলো স্পার শিবিরকে।

ঘরের মাঠ আমেরিকান এক্সপ্রেস কমিউনিটি স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটেই নিল মাউপের গোলে এগিয়ে যায় ব্রাইটন। ৩২তম মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন ম্যাথু কোনোলি। ৬৫তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন আইরিশ ফরওয়ার্ড কোনোলি।

আট ম্যাচে আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে এখন ইউরোপ চ্যাম্পিয়ন লিভারপুল। সমান ম্যাচে তিন জয়, দুই ড্র ও তিন হারে তালিকার সপ্তম স্থানে টটেনহ্যাম।

এ সম্পর্কিত আরও খবর