৬ ডিসেম্বরই বিপিএলের উদ্বোধন, পেপারওয়ার্ক শুরু

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 07:47:43

তারিখ পেছানোর কোন উপায় নেই। কারণ এরপরই সামনে বাংলাদেশের আর্ন্তজাতিক ক্রিকেট সূচি। তাই বিপিএল-সাত এর স্পেশাল এডিশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আরেকবার সেই বাস্তবতার উল্লেখ করে জানালেন-‘বিপিএল ৬ ডিসেম্বর থেকেই শুরু হবে। এখনও সেই তারিখটাই স্থির আছে। আর এজন্য ক্রিকেট বোর্ডের কাজও শুরু হয়ে গেছে। বিসিবি’র সিও সব দেখাশুনা করছেন। বিপিএলের জন্য যে হোমওয়ার্ক দরকার, তা শুরু হয়ে গেছে। পেপারওয়ার্কও শুরু হয়েছে। এই কাজ শেষ হলেই শিগগিরই আমাদের যে পার্টনার বা স্পন্সর নেয়ার কথা, তাদের সঙ্গে বসবো।’

বিপিএলের পেছনের কয়েক আসরের ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বিসিবির চুক্তি শেষ হয়ে গিয়েছে। নতুন মৌসুমের জন্য নতুন চুক্তির প্রয়োজন ছিল। কিন্তু নতুন মৌসুমের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো নানা ধরনের দাবি-দাওয়া উত্থাপন করে। বিসিবি একসঙ্গে এতগুলো দাবি দেখে একঅর্থে বিরক্ত হয়। জানিয়ে দেয়-সপ্তম আসরের বিপিএলে তারা কোন ফ্র্যাঞ্চাইজি রাখবে না। নিজেরাই উদ্যোগী হয়ে বিপিএল করবে। স্পেশাল এই এডিশনের নামও দেয়া হয়েছে-বঙ্গবন্ধু বিপিএল।

তবে ডিসেম্বরে যে টুর্নামেন্ট শুরু হবে তার কোন কাজই এখন পর্যন্ত হয়নি। এই বিবেচনায় স্পেশাল এই এডিশনের আয়োজন করা সত্যিকার অর্থেই বিসিবির পক্ষে সম্ভবপর হবে কিনা- তা নিয়ে আশঙ্কাও উঠে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সে প্রসঙ্গে বলছিলেন-‘সভাপতি নিজেই এবার দায়িত্ব নিয়েছেন। উনি বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে বসবেন।’

স্পেশাল এডিশনের এই বিপিএল একবারই হবে। রোববার সেটা আরেকবার নিশ্চিত করে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য জালাল ইউনুস জানান-‘আমরা আগেই বলেছি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ একটা স্পেশাল এডিশন। আর এটা একটা আসরেই হবে। এই টুর্নামেন্টে অংশগ্রহণ এবং স্পন্সরের জন্য আমরা যে বিজ্ঞাপন দিয়েছিলাম সেখানেও উল্লেখ করা আছে এই আসর একটিবারের জন্য  হবে।’

স্পেশাল এডিশন মানেই যে টুর্নামেন্টের খোল নলচে সবকিছু বদলে যাবে এমনকিছু নয়। ছয়টি দল নিয়েই বঙ্গবন্ধু বিপিএল শুরুর পরিকল্পনা প্রায় চূড়ান্ত করেছে বিসিবি। সেই প্রসঙ্গে জালাল ইউনুস বলেন-‘টুর্নামেন্টের ফরম্যাট আগে যেমন ছিল এবারো প্রায় তাই থাকছে। একাদশে চারজন বিদেশি খেলোয়াড় রাখার আগের সিদ্ধান্তটাই এবারও রাখা হচ্ছে।’

পেপারওয়ার্ক শুরু। বাইলজ বানানো হচ্ছে। গভর্নি কাউন্সিলের সদস্যদের তৎপর হওয়া। বিসিবি সভাপতি বড় দায়িত্বে-এমনসব নড়াচড়াই জানান দিচ্ছে বিপিএল-সাত তাহলে হচ্ছে!

এ সম্পর্কিত আরও খবর