পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয় শ্রীলঙ্কার

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 03:11:09

ওয়ানডে সিরিজ হারের প্রতিশোধটা ভাল করেই নিয়েছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সিরিজে হাসিমুখ সফরকারীদের। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ল লঙ্কানরা।

সোমবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৫ রানে জয় তুলে নেয় লাহিরু থিরিমান্নের দল।

শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া ১৮২ রান টপকে যাওয়ার পথে ১৯ ওভারে ১৪৭ রানে আটকে যায় পাকিস্তান।

এরই পথ ধরে ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা।  বুধবার তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে দুই দল। যেখানে হোয়াইট ওয়াশ বাঁচানোর লড়াইয়ে নামবে সরফরাজ আহমেদের দল।

লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে টস ভাগ্য ছিল লঙ্কানদের পক্ষে। যদিও শুরুতেই ফিরে যান ইনফর্ম দানুশকা গুনাথিলাকা। দ্রুত তার পথ ধরেন অন্য ওপেনার আভিশকা ফার্নান্দো। তারপর শেহান জয়াসুরিয়াকে নিয়ে দাপটে এগিয়ে যান ভানুকা রাজাপাকসে। ২৮ বলে ৩৪ রান করে ফেরেন জয়াসুরিয়া। ভাঙে ৯৪ রানের জুটি।

রাজাপাকসে ফেলেন ৭৭ রানে। ১৫ বলে অপরাজিত ২৭ রান তুলেন দাসুন শানাকা।

এরপর জবাব দিতে নেমে শুরুতেই পথ হারায় পাকিস্তান। ফখর জামান ও বাবর আজম ফিরে যান চটজলদি। এরপর খেলার অষ্টম ওভারে চার বলের মধ্যে তিন উইকেট দৃশ্যপট পুরোপুরি পাল্টে দেন লেগ স্পিনার ভানিদু হাসারাঙ্গা। আহমেদ শেহজাদের পর ফেরান উমর আকমলকে। তুলে নেন অধিনায়ক সরফরাজ আহমেদের উইকেট। এরপর ইমাদ ওয়াসিম (২৯ বলে ৪৭ রান) কিছুটা সময় লড়লেও লাভ হয়নি।

২৫ রানে ৪ উইকেট নেন নুয়ান প্রদীপ। হাসারাঙ্গা ৩৮ রানে শিকার করেন ৩ উইকেট। তবে ম্যাচসেরা রাজাপাকসে।

সংক্ষিপ্ত স্কোর-

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৮২/৬ (গুনাথিলাকা ১৫, ফার্নান্দো ৮, রাজাপাকাসে ৭৭, জয়াসুরিয়া ৩৪, শানাকা ২৭*, ভানুকা ০, উদানা ৮, হাসারাঙ্গা ২*; ইমাদ ১/২৭, ওয়াহাব ১/৩১, শাদাব ১/৩৮)
পাকিস্তান: ১৯ ওভারে ১৪৭/১০ (বাবর ৩, ফখর ৬, শেহজাদ ১৩, সরফরাজ ২৬, আকমল ০, আসিফ ২৯, ইমাদ ৪৭, ওয়াহাব ৭, শাদাব ০, আমির ৫*, হাসনাইন ১; রাজিথা ১/১১, প্রদিপ ৪/২৫, উদানা ২/৩৮, হাসারাঙ্গা ৩/৩৮)
ফল: শ্রীলঙ্কা ৩৫ রানে জয়ী
ম্যাচসেরা: ভানুকা রাজাপাকসে

এ সম্পর্কিত আরও খবর