জয়ে সাফ মিশন শুরু মেয়েদের

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 10:29:53

২০১৭ সালে প্রথম আসরেই বাজিমাত। দুই বছর আগে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু গতবার সেই ভারতের কাছে হেরে রানার্সআপ হয় কিশোরীরা। শিরোপা পুনরুদ্ধারের মিশনে এবার লাল-সবুজের প্রতিনিধিরা। সেই লক্ষ্যে ভুটানকে হারিয়ে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা হয়েছে বাংলাদেশের।

বুধবার সন্ধ্যায় ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ২-০ গোলে ভুটানকে হারিয়েছে বাংলাদেশ দল।

খেলার শুরু থেকে শেষ অব্দি দাপট ছিল মেয়েদের। যদিও গোল মিসের মহড়া না থাকলে আরও বড় ব্যবধানেই স্বাগতিকদের হারাতে পারতো তারা। এরইমধ্যে ২০তম মিনিটে এগিয়ে যায় দল। গোলটি করেন শাহেদা আক্তার।

ম্যাচের ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মেয়েরা। প্লেসিং শটে নিশানায় বল পাঠালেন রোজিনা আক্তার (২-০)। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে সফরকারীরা।

বয়সভিত্তিক এই ফুটবল আসরে শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের সঙ্গে লড়বে বাংলাদেশ। যারা প্রথম ম্যাচেই চ্যাম্পিয়ন ভারতের কাছে হেরেছে ১-৪ গোলে।

এ সম্পর্কিত আরও খবর